দক্ষিণবঙ্গের জন্য সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবে, সেইসঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে।
তবে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় মোটের ওপর একই থাকবে তাপমাত্রা। বজায় থাকবে আর্দ্রতা গুমোট অস্বস্তি। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। গভীর রাতের দিকে দু এক ফোঁটা হলেও তেমন বৃষ্টি হয়নি।
এদিকে দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। দু এক পশলা ভারী বৃষ্টিও হতে পারেল বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।
তবে উত্তরবঙ্গবাসীকেও মুষড়ে পড়তে হবে না, কারণ আলিপুরদুয়ার জেলার বিভিন্ন অংশে আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে আবারও সামান্য বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়।