মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভায় (Mamta Cabinet) রদবদলের ঘোষণা করেছেন তিনিই। অথচ মন্ত্রিসভার রদবদল নিয়ে কটাক্ষের তীর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই৷ অনেকে বলছেন, মুখ্যমন্ত্রী মমতা হলেও মন্ত্রীসভা বদল হয়েছে তাঁরই ইশারায়। নয় নতুন মন্ত্রীর শপথের পর ট্যুইট করে তাঁদের শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, যারা নতুন মন্ত্রীপদে শপথ নিলেন তাঁদেরকে শুভেচ্ছা৷ সেইসঙ্গে রাজ্যের সমস্ত মন্ত্রীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন অভিষেক৷ মন্ত্রীসভার সদস্যদের উদ্দেশ্যে তাঁর বার্তা, আমাদের মানুষের বিষয়গুলিকে গুরুত্ব দেওয়াই প্রধান লক্ষ্য৷ আমরা একজোট হয়ে বাংলাকে নতুন শিখরে পৌঁছে দেবো৷ জয় বাংলা!
আরও পড়ুন: জ্যোতিবাবু সমঝে চলতেন কৃষিমন্ত্রী কমলবাবুকে, পুত্র উদয়নকে উত্তরবঙ্গের মন্ত্রী করলেন মমতা
প্রসঙ্গত, গত বছরে মৃত্যু হয়েছে রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখ্যোপাধ্যায় ও সাধন পাণ্ডের৷ পার্থ চট্টোপাধ্যায় এই মুহুর্তে জেলে৷ মুখ্যমন্ত্রীর পক্ষে একাধিক মন্ত্রক সামলানো সম্ভব হচ্ছে না। তাই একেবারে খোলনলচে বদলে নতু৷ করে মন্ত্রীসভা গঠন করলেন৷ কিন্তু সেখানে গুরুত্ব দেওয়া অভিষেকের এক ব্যক্তি এক পদের যুক্তি৷
আরও পড়ুন: নতুন মন্ত্রীদের দেড় লাখি মন্ত্রী বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনেক আগেই ‘এক ব্যক্তি, এক পদ’ এর নীতি লাগু করতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা অনেক বিষয়ের জন্য তৃণমূলের তরফে মান্যতা দেওয়া হয়নি। কিন্তু বুধবার মন্ত্রীসভা গঠন করা হল, তাতে ‘অভিষেকের নীতি’-র ছায়া দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: Modi-Mamata meeting: মোদীর সঙ্গে মিটিংয়ে মমতা করবে গোপন পরামর্শ: সুজন
যদিও এই সিদ্ধান্ত নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তৃণমূলের নেতারা৷ মন্ত্রীসভার শপথ গ্রহণের পর অতি কৌশলে বিষয়টি এড়িয়ে গেলেন নতুন সদস্যরাও। বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার আউড়ে বোঝালেন দুই জনের গুরত্ব৷