Suvendu Adhikari: কলকাতায় ইডি হানায় তৃণমূল কাঁপছে, দিল্লিতে শাহকে কী দিলেন শুভেন্দু

কলকাতা ও শহরতলি জুড়ে ইডি খুঁজছে কালো টাকা। সেই সঙ্গে প্রশ্ন, এবার কত মিলবে? লাগাতার ইডি অভিযানের মাঝে দিল্লিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)…

Suvendu Adhikari: কলকাতায় ইডি হানায় তৃণমূল কাঁপছে, দিল্লিতে শাহকে কী দিলেন শুভেন্দু

কলকাতা ও শহরতলি জুড়ে ইডি খুঁজছে কালো টাকা। সেই সঙ্গে প্রশ্ন, এবার কত মিলবে? লাগাতার ইডি অভিযানের মাঝে দিল্লিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) যাওয়া ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে হাসির ছবি ঘিরে রাজনৈতিক মহল সরগরম। শুভেন্দু কী করছেন দিল্লিতে উঠছে প্রশ্ন।

Advertisements

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কোটি কোটি কালো টাকা ও বিপুল সোনা রাখার অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতার জেরা চলছে। তৃণমূল জুড়ে আতঙ্ক। মনে করা হচ্ছে এবার ইডি গোটা রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদম্তে নামছে। 

   

এই পরিস্থিতির মাঝে মঙ্গলবার সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ শতাধিক নেতাদের নাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামী দিনে তৃণমূলকে কীভাবে কোণঠাসা করা যায় সেবিষয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে।

জানা যাচ্ছে, বৈঠকে শুভেন্দু এমন কিছু নথি অমিত শাহর হাতে দিয়েছেন তাতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ও তার সঙ্গে যুক্ত শতাধিক জনের নাম আছে।

মুখ্যমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত। জানা গেছে তিনিও বিশেষ বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

Advertisements

ইডি সূত্রে খবর, গত কয়েক দিন ধরে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে টানা জেরা করা হয়। কিন্তু পার্থর তরফে উত্তর মেলেনি। কিছু সূত্র ধরে চলছে অভিযান।

গত ২২ জুলাই রাজ্যের ১৪ টি জায়গায় অভিযান চালায় ইডি। সেবার অর্পিতা মুখ্যোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধার করে ইডি। উদ্ধার হয় সোনার গয়না, বিদেশি মূদ্রা সহ একাধিক সম্পত্তি। এরপর একটানা ইডির হেফাজতে রয়েছে তারা।