বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি ব্যবহার নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। রাজ্যের আর কোন ব্যক্তিরা কালো কাঁচ এবং গাড়িতে লালবাতি ব্যবহার করে তা জানতে চাওয়া হয়। কিন্তু রাজ্যের দেওয়া রিপোর্টে সন্তুষ্ট নন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
গোরু পাচার মামলায় সিবিআই নজরে আছেন টিএমসির বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। গত এপ্রিল মাসে জেরার জন্য বীরভূম থেকে কলকাতায় আসেন লাল বাতির গাড়িতে। কেন অনুব্রতর লালবাতি লাগানো হয়েছে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়।
আদালতের বক্তব্য একটি রাজনৈতিক দলের পদাধিকারী হয়ে এভাবে লালবাতি লাগানো যায় না। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হল না প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। আদালতের তরফে জানানো হয়েছে, গাড়িতে লালবাতি লাগিয়ে আইন ভঙ্গ করেছেন অনুব্রত মণ্ডল। পুলিশের জরিমানা করা উচিত ছিল। কেন্দ্র সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশের পরেও কেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না তাও বলে আদালত।