সকালেই প্রকাশিত হয়েছিল ভারতীয় ফুটবলার আকাশ মিশ্র’র (Akash Mishra) জাপানের লিগে খেলতে যাওয়ার বিষয়টি।এবার এই ভারতীয় ডিফেন্ডারের জাপানের লিগ ২ তে যোগ দেওয়া কে কেন্দ্র করে বেড়িয়ে এলো বড় আপডেট।
শোনা যাচ্ছে ক্লাব মাচিদা জেরভিয়ার সাথে চুক্তিপত্র সই করা নিয়ে আকাশের কথা হয়ে গেছে।গতবারের আইএসএল চ্যাম্পিয়ান হায়দ্রাবাদ এফসি’র থেকে পাকাপাকি ভাবে তাকে নিতে চাইছে এই ক্লাব।এমনকি তার জন্য ট্রান্সফার ফি দিতেও রাজি আছেন তারা।প্রসঙ্গত, এখানে জানিয়ে রাখি,এই ক্লাবের সাথে ভারত যোগ আছে এখনই,পুনে সিটি এফসি’র প্রাক্তন কোচ র্যাঙ্কো পোপোভিচ এই ক্লাবের বর্তমান কোচ।
লেফটব্যাক পজিশনে খেলা এই ফুটবলার ২০২১ সাল থেকে জাতীয় দলের পরিচিত মুখ।এর আগে দেশের বয়স ভিত্তিক দল গুলো’র হয়ে খেলতে নেমেছিলেন।ক্লাব স্তরে ২০১৭ থেকে ২০১৯ সাল অবধি তিনি খেলেন ইন্ডিয়ান অ্যারোজে,২০২০ থেকে আছেন গতবারের আইএসএল চ্যাম্পিয়ান দল হায়দ্রাবাদ এফসি’তে।
একটা সময় টানা ৩ বছর জার্মানির অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়েছিলেন এই ফুটবলার।এরপর দেশে ফিরে যোগদান করেন ইন্ডিয়ান অ্যারোজে, আর তারপর হায়দ্রাবাদ এফসিতে।এরপর আর তাকে ফিরে দেখতে হয়নি।তার সাথে বর্তমানে হায়দ্রাবাদের চুক্তি আছে ২০২৪-২৫ অবধি।