‘মরে গেলেও আত্মসমর্পণ করব না,’ সাংসদের বাড়িতে ইডির দল

ফের একবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বাড়িতে হাজির হল ইডির একটি দল। জমি দুর্নীতি মামলায় রবিবাসরীয় সকালে সাংসদের বাড়িতে গিয়ে হানা দেয় ইডির দল। ঘটনাকে…

'মরে গেলেও আত্মসমর্পণ করব না,' সাংসদের বাড়িতে ইডির দল

ফের একবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বাড়িতে হাজির হল ইডির একটি দল। জমি দুর্নীতি মামলায় রবিবাসরীয় সকালে সাংসদের বাড়িতে গিয়ে হানা দেয় ইডির দল। ঘটনাকে ঘিরে ফের একবার মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisements

সঞ্জয় রাউত টুইট করে জানিয়েছেন, ‘তিনি শিবসেনা ছাড়বেন না। আমার বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানো হয়েছে। মরে গেলেও আত্মসমর্পণ করব না।’ সঞ্জয় রাউতকে পাঠানো সমন তাঁর কাছ থেকে উত্তর না পাওয়ায় এবং তদন্তে সহযোগিতা না করায় ইডির দল তাঁর বাড়িতে পৌঁছেছে বলে জানা গিয়েছে। আজ সকাল ৭টা নাগাদ মুম্বইয়ে সঞ্জয় রাউতের বাড়িতে পৌঁছয় ইডি-র দল। এক ঘণ্টা পর সঞ্জয় রাউত তিনটি টুইট করে তার জবাব দেন। 

Advertisements
   
'মরে গেলেও আত্মসমর্পণ করব না,' সাংসদের বাড়িতে ইডির দল
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত

তিনি আরও বলেন, ‘বালাসাহেবের শপথ করছি। এই কেলেঙ্কারির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। রাউত আরও বলেছিলেন যে তিনি (বালাসাহেব) আমাদের লড়াই করতে শিখিয়েছেন এবং আমরা শিবসেনার জন্য লড়াই চালিয়ে যাব।’ সঞ্জয় রাউতের বিরুদ্ধে ইডির চলমান পদক্ষেপের মধ্যে শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) থেকে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিবৃতিটি এসেছে।