East Bengal : ফের ব্রাইটের থেকে কথা শুরু করেছেন ক্লাব কর্তারা!

দলে আপাতত নিশ্চিত বলতে একজন মাত্র বিদেশি। তিনি স্পেনের ইভান গঞ্জালেজ। এছাড়াও আরিদাই ক্যারবেরা-ও ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারেন বলে বলে অনেকে…

bright enobakhare

দলে আপাতত নিশ্চিত বলতে একজন মাত্র বিদেশি। তিনি স্পেনের ইভান গঞ্জালেজ। এছাড়াও আরিদাই ক্যারবেরা-ও ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারেন বলে বলে অনেকে মনে করছেন। প্রয়োজন আরও ভালো মানের বিদেশি খেলোয়াড়।

আরও পড়ুন: East Bengal Club : দ্রুত সিদ্ধান্ত না নিলে ইস্টবেঙ্গলেও হয়ত জায়গা পাবেন না সন্দেশ

ভালো মানের বিদেশি ফুটবলার চাইছে ইস্টবেঙ্গল। কারণ, এখনও পর্যন্ত যে খেলোয়াড়দের লাল হলুদ কর্তারা নিশ্চিত করেছেন তাঁদের অনেকেরই অভিজ্ঞতা কম। প্রতিভার অভাব নেই। কিন্তু অভাব রয়েছে অভিজ্ঞতায় এবং বড় দলের জার্সি পরে খেলার। ভালো মানের বিদেশি কিংবা প্রতি ক্ষেত্রে অন্তত একজন করে অভিজ্ঞ খেলোয়াড় থাকলে দলের দুর্বলতা ঢাকার সম্ভাবনা অনেকটা বেশি।

আরও পড়ুন: East Bengal Club : সৌভিক চক্রবর্তীকে দলে নেওয়ার ব্যাপারে এগিয়েছে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলে আগামী দিনে কোন কোন বিদেশি ফুটবলার খেলবেন সে ব্যাপারে জল্পনা চলছে। এরই মধ্যে শোনা যাচ্ছে সেই ব্রাইট এনোবাখারের নাম। সূত্রের খবর, ব্রাইটের সঙ্গে ইতিমধ্যে কথাবার্তা হয়েছে। আপাতত কোনও ক্লাবের সঙ্গে তিনি যুক্ত নন। সূত্র উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, ক্লাবের পক্ষ থেকেই ব্রাইটের নাম বিনিয়গকারী সংস্থা ইমামিকে বলা হয়েছে।

Advertisements

আরও পড়ুন: Ritwik Das: বাঙালি মিডফিল্ডার ইস্টবেঙ্গল জার্সিতে

বছর দুই আগে লাল হলুদ জার্সি পরে ভারতীয় ফুটবলে আবির্ভাব হয়েছিল ব্রাইট এনোবাখারের। ক্লাবের দু’র্দিনেও একক মহিমায় তিনি ফুল ফুটিয়েছেন মাঠে। সেই থেকে এখনও তাঁর খেলা ভুলতে পারেননি ফুটবল প্রেমীরা। আগেও ব্রাইটের নামে জল্পনা শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত সেটা আর বাস্তবায়িত হয়নি। যার অন্যতম একটা কারণ তাঁর চোট সমস্যা।