রাখী বন্ধন উপলক্ষে দুর্দান্ত অফারে মিলছে Smart watch

সামনেই রাখী বন্ধ উৎসব। কিন্তু ভাই বা বোনকে এই বিশেষ দিনে কী উপহার দেবেন বুঝতে পারছেন না? তাহলে আপনার জন্য রইল প্রতিবেদনটি। Advertisements  অ্যামাজনে বোট…

রাখী বন্ধন উপলক্ষে দুর্দান্ত অফারে মিলছে Smart watch

সামনেই রাখী বন্ধ উৎসব। কিন্তু ভাই বা বোনকে এই বিশেষ দিনে কী উপহার দেবেন বুঝতে পারছেন না? তাহলে আপনার জন্য রইল প্রতিবেদনটি।

Advertisements

 অ্যামাজনে বোট সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইসের ওপর ছাড় মিলছে। boat, Noise, Crossbeats, Fire Boltt और  Amazfit-এর ঘড়িগুলি অনেক সস্তায় বিকোচ্ছে। অফারে ১৬, ৯৯৯ টাকার ঘড়ি মাত্র ৪,৯৯৯ টাকায় মিলবে। এটিতে 100 টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে। এটি একটি TWS সংযোগ আছে। এটিতে ভয়েস সহায়তা এবং ভুল হৃদস্পন্দনের হার পর্যবেক্ষণ রয়েছে। ওয়াচটিতে 128MB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ঘড়িতে রয়েছে ৪টি কালার অপশন।

Advertisements
   

এই স্মার্ট ওয়াচের দাম ৭,৯৯৯ টাকা হলেও অফারটি পাওয়া যাচ্ছে ৩৮% ডিসকাউন্টে ৷ এরপর মাত্র ৪,৯ টাকায় কিনতে পারবেন এই অফার ৷ একটি 1.5 ইঞ্চি ডায়াল আছে। এই স্মার্ট ওয়াচটিতে মহিলাদের পিরিয়ড সাইকেল মনিটরিংও রয়েছে। ঘড়িতে রয়েছে ফিটনেসের যাবতীয় ফিচার। এটি আপনার হৃদযন্ত্রের হার এবং স্লিপ সাইকেলও নিরীক্ষণ করে।