“প্রীতম কোটাল কোথাও যাচ্ছেন না।” এটিকে মোহন বাগানের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে স্পষ্ট বার্তা। এবারের মতো শেষ হল তাঁকে প্রীতমকে (Pritam Kotal) ঘিরে চলা জল্পনার।
ক্রমে জোরালো হচ্ছিল প্রীতম কোটালের দল বদল করার জল্পনা। তিনি ইস্টবেঙ্গল ক্লাবে যেতে পারেন এমনটা মনে করছিলেন ফুটবল মহলের একাংশ। প্রীতম নিজেও কিছু স্পষ্ট করে বলছিলেন না। ফলত তাঁকে কেন্দ্র করে জল্পনা রয়েই যাচ্ছিল।
মোহনবাগান দিবসে অনুশীলন শুরু করেছে এটিকে মোহন বাগান। বাগানের ঘরের মাঠে শুরু হয়েছে অনুশীলন। প্রীতমকে এখনই রিলিজ করতে চাইছেন না এটিকে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্দো। আরও একটা মরসুমের জন্য বাঙালি এই তারকা ডিফেন্ডারকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে সবুজ-মেরুন শিবির।
এদিন সকালে এটিকে মোহন বাগান স্কোয়াডের সঙ্গে মাঠে নেমেছিলেন প্রীতম কোটাল। মোহনবাগানের মাঠে তাঁকে গা ঘামাতে দেখার পরেই অনেকটা আশ্বস্ত হয়েছিল সবুজ মেরুন সমর্থকরা। সোশ্যাল মিডিয়াতেও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে সই সংবাদ। একটি ভিডিও পোস্ট করা হয়েছে ক্লাবের তরফে। যার ক্যাপশনে লেখা, “প্রীতম কোটাল কোথাও যাচ্ছেন না।”