কলকাতায় এসে গিয়েছেন এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) কোচ হুয়ান ফেরান্ডো। বৃহস্পতিবার দুপুরের আগেই বিমানবন্দরে প্রবেশ করেছেন তিনি। চলতি সপ্তাহেই এটিকে মোহন বাগানের অনুশীলন শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে।
কলকাতায় না থেকেও ক্রমাগত দলের সঙ্গে যোগাযোগ ছিল হুয়ান ফেরান্ডোর। দল গঠন থেকে শুরু করে জুনিয়র ফুটবলারদের ট্রায়াল, সবেতেই ছিল তাঁর নজর। তাঁকে কেন্দ্র করেই ভবিষ্যত্ পরিকল্পনা করেছে বাগান টিম ম্যানেজমেন্ট।
কলকাতা ফুটবল লিগে দল খেলবে কি না এখনও জানা নেই। ফুটবল নিয়ামক সংস্থার কাছ থেকে বিপুল টাকা বকেয়া রয়েছে মোহনবাগানের। সেই টাকা যাতে দ্রুত মিটিয়ে দেওয়া হয় সে ব্যাপারে বলেছেন দেবাশীষ দত্ত। সংস্থাও দ্রুত টাকা মিটিয়ে দেওয়ার ব্যাপারে চেষ্টা করছে।
সব মিলিয়ে এটিকে মোহন বাগানকে কলকাতা ফুটবল লিগে দেখতে পাওয়ার সম্ভাবনা কম। ডুরান্ড কাপ থেকে বাগানের মরসুম হয়তো শুরু হচ্ছে। তার বেশ কয়েক দিন আগে থেকেই অনুশীলনে নেমে পড়তে চলেছে দল। কলকাতায় ইতিমধ্যে এসে গিয়েছেন হুগো বুমাস। বস্তুত স্কোয়াডের অনেকেই এখন দেশে রয়েছেন। তাই দ্রুত অনুশীলন শুরু করতে অসুবিধা হবে না হুয়ানের।