বৃহস্পতিবার সকালের বিমানে কলকাতায় আসছেন এটিকে মোহনবাগান (atk Mohun Bagan) কোচ জুয়ান ফেরান্দো (Juan Fernando)।
এর আগে জানা গেছিলো ২৯ শে জুলাই মোহনবাগান দিবসের দিন প্রস্তুতি শেষ করে করবে মোহনবাগান।কিন্তু সিদ্ধান্তে পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট।এখন জানা যাচ্ছে ৩০ শে জুলাই প্রস্তুতি নেওয়া শুরু করবে সবুজ মেরুন শিবির।
অর্থাৎ ডুরান্ডের প্রস্তুতি নেওয়া আগামী ৩০ শে জুলাই শুরু করবে মোহনবাগান।মোহনবাগান দিবসের দিন জিম করতে আসবেন বাগানের বেশ কিছু ফুটবলার।ওইদিন সন্ধ্যা বেলায় অনুষ্ঠানে হাজির থাকবে স্প্যানিশ কোচ।
“টানা ফুটবল খেলার পর তরতাজা হয়ে উঠতে পরিবারের সাথে সময় কাটানোর দরকার ছিলো ফুটবলার’দের।এএফসি কাপের ম্যাচ থাকায় এবার মরশুম দীর্ঘ হচ্ছে।আগামী ৭ ই সেপ্টেম্বর এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচ আছে।দল গোছাতে হবে এএফসি কাপের আগে।”
ডুরান্ডের আগে টিম ম্যানেজমেন্ট কিছু প্রস্তুতি ম্যাচ আছে।মহামেডান ছাড়াও আরও দুটো ম্যাচ আছে।ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,নিজেদের সেরাটা মুখিয়ে আছে সবুজ মেরুন শিবির।