জাহাজের মাধ্যমে রমরমিয়ে চলছিল অবৈধ খনি পাচার, হাতেনাতে ধরল ইডি

দেশের একাধিক রাজ্যে ফের সক্রিয় হয়ে উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এসএসসি মামলা হোক বা ন্যাশনাল হেরাল্ড, জোরকদমে তদন্ত চালাচ্ছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার ইডির…

জাহাজের মাধ্যমে রমরমিয়ে চলছিল অবৈধ খনি পাচার, হাতেনাতে ধরল ইডি

দেশের একাধিক রাজ্যে ফের সক্রিয় হয়ে উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এসএসসি মামলা হোক বা ন্যাশনাল হেরাল্ড, জোরকদমে তদন্ত চালাচ্ছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার ইডির নজরে ঝাড়খণ্ড (Jharkhand)। জানা গিয়েছে, ঝাড়খণ্ডে অবৈধ খনন মামলা ও তোলাবাজির ঘটনায় তদন্তের সময় ইডি একটি অভ্যন্তরীণ জাহাজ এমভি ইনফ্রা লিঙ্ক III বাজেয়াপ্ত করেছে।

Advertisements

অভিযোগ, বেআইনি কাজে সহযোগিতা করছিল ওই ভেসেল। এই ভেসেলের আনুমানিক মূল্য ৩০ কোটি । এ ছাড়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও কিছু বেআইনি খনি চিহ্নিত করেছে।

   

Advertisements

ইডি-র এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ঝাড়খণ্ডে চলমান তদন্তে ইডি আধিকারিকরা জানতে পারেন, এই বেআইনি অভিযানে খনন করা স্টোন চিপস এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে একটি অন্তর্দেশীয় জাহাজ ব্যবহার করা হচ্ছিল।

এরপর ইডির তদন্তে উঠে আসে, অন্তর্দেশীয় জাহাজটির রেজিস্ট্রেশন নম্বর ডব্লিউবি ১৮০৯। আরও দেখা গেছে, অনুমতি ছাড়াই সাহেবগঞ্জের শকরগড় ঘাট থেকে অবৈধভাবে জাহাজটি পরিচালনা করা হচ্ছিল। এই ষড়যন্ত্রে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী পঙ্কজ মিশ্র এবং তাঁর সহযোগী রাজেশ যাদব ওরফে দাহু যাদব জড়িত বলে সূত্রের খবর। এই ভেসেলের আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে জানা গেছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।