কলকাতা ফুটবল লিগ (CFL) ক্রম তালিকার ওপরের দিকে থাকতে চায় ক্যালকাটা কাস্টমস। তাই দল গঠনে কোনো খামতি রাখতে চায়নি ক্লাব কর্তৃপক্ষ। ভালো মাঠ বেছে নিয়ে অনেক আগে থেকে শুরু করে দেওয়া হয়েছিল অনুশীলন।
প্রায় মাস দুই আগে অনুশীলন শুরু করে দিয়েছিল ক্যালকাটা কাস্টমস। ভালো মাঠ বেছে নিয়ে চলছে অনুশীলন। জুনিয়র, সিনিয়র নিয়ে স্কোয়াড গড়া হয়েছে। রয়েছেন দারুণ প্রতিভাধর ফুটবলার।
ক্যালকাটা কাস্টমসের কোচ কে জানেন? ময়দানের বিশুদা। মানে বিশ্বজিৎ ভট্টাচার্য। যিনি ইস্টবেঙ্গলের হয়ে কোচিং করিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। হাই প্রোফাইল কোচের ওপর আস্থা রেখে তৈরি হচ্ছে কাস্টমস।
দলের বিদেশি ফুটবলার একজন নাইজেরিয়ান স্ট্রাইকার। কলকাতাকে চেনেন হাতের তালুর মতো। কয়েক বছর ধরে রয়েছেন এই শহরেই। তাই তিলোত্তমা এখন তাঁর বাড়ি। তরুণ খেলোয়াড়দের সঙ্গে মাঠে নেমে তিনিও উজ্জীবিত। সেই সঙ্গে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য নিজেও ভালো কিছু করে দেখানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আত্মতুষ্টিতে ভুগতে তিনি নারাজ।