জীবনের নতুন সফরে পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। তবে তাঁর এই পথ চলায় সঙ্গে নেই ঘরনী শুভশ্রী। টলিউডের পর এবার বলিউডে পাড়ি জমাতে চলেছেন পরিচালক। খবর বলছে, ‘পরিণিতা’র হিন্দি রিমেক বানাতে চলেছেন তিনি। জীবনের নতুন এই সফরে শুভশ্রী নয়, তাঁর ছবি নায়িকা হিসাবে তিনি বেছে নেবেন বলিউড কুইন আলিয়া ও কৃতি শানানের মধ্যে একোনও একজনকে।
তবে শোনা যাচ্ছে, আলিয়া প্রেগন্যান্ট হওয়ায় কৃতির পাল্লা ভারী। তবে গুঞ্জনে নাম উঠে এসেছে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর নামও। তবে রাজের বলিউড প্রজেক্টের নায়িকা আসলে কে, তা বলবে সময়।
বাংলা সিনে ইন্ডাস্ট্রির তারকারা এখন বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন। সে অভিনেতা-অভিনেত্রী হোক কিংবা পরিচালক থেকে গায়ক-গায়িকা। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাঙালি শিল্পীদের কদর বরাবরই। শাশ্বত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, টোটা থেকে পাওলি-স্বস্তিকারা হিন্দি বিনোদুনিয়া বেশ ভাল ভাল কাজ করছেন। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন পরিচালক রাজ চক্রবর্তী।
হিন্দি ওয়েব সিরিজ দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন ‘পরিণীতা’, ‘ধর্মযুদ্ধ’ পরিচালক। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টার-এর জন্য হিন্দি সিরিজ তৈরি করবেন রাজ। আগামী জানুয়ারি মাস থেকেই শুরু হবে শুটিং।