CFL: ক্রোমা-চিজোবা’র জুটির উপর আশ্বাস রেখে ঘুরে দাড়াতে চায় টালিগঞ্জ অগ্রগামী

গতবারের কলকাতা লিগের (CFL) ব‍্যর্থতা’কে দুরে সরিয়ে এবার প্রত‍্যাবর্তনের লক্ষ‍্যে ফুঁসছে টালিগঞ্জ অগ্রগামী (Tollygunge Agragami FC)। ক্রোমা (ansumana kromah) এবং চিজোবা ক্রিস্টোফার (Christopher Chizoba) এই…

ansumana-kromah-Christopher Chizoba

গতবারের কলকাতা লিগের (CFL) ব‍্যর্থতা’কে দুরে সরিয়ে এবার প্রত‍্যাবর্তনের লক্ষ‍্যে ফুঁসছে টালিগঞ্জ অগ্রগামী (Tollygunge Agragami FC)। ক্রোমা (ansumana kromah) এবং চিজোবা ক্রিস্টোফার (Christopher Chizoba) এই দলের অন‍্যতম তুরুপের তাস।

Advertisements

২০১৯-২০ মরশুমে পিয়ারলেসের কলকাতা লিগ জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ক্রোমা।তার টালিগঞ্জে আসায় নিঃসন্দেহে শক্তিশালী হলো সংশ্লিষ্ট দলের আক্রমণ ভাগ।

   

বিদেশে ফুটবলার’দের পাশাপাশি এ মরশুমে টালিগঞ্জের দেশি ফুটবলারদের প্রাচুর্যতা চোখে পরার মতো।আছে সুজয় মন্ডল এবং অর্ণব দাশ শর্মার মতো ফুটবলার’রা।তাই এবারের কলকাতা লিগে ভালো কিছু করার বিষয়ে ভীষণ আশাবাদী টালিগঞ্জ কোচ বিমল ঘোষ।

Advertisements

বিদেশি ফুটবলের প্রতি অনুরাগী বিমল বরাবর জোর দিয়ে আসেন পাসিং ফুটবলের উপর।এক্ষেত্রে তার বক্তব্য পাসিং ফুটবল একটি খেলা তৈরী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গতবছর একজন ফিজিও’র অভাবে ভুগেছিলো ক্লাব।এবছর যাতে সেই সমস্যায় না জড়াতে হয় তাই এই মরশুমে একজন ফিজিও’কে নিয়োগ করা হয়েছে।আনা হয়েছে মোহনবাগানের প্রাক্তন ফিজিও প্রদীপ দাস’কে।সব মিলিয়ে এইবার সব ব‍্যর্থতার রেশ কাটিয়ে ঘুরে দাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ টালিগঞ্জ অগ্রাগামী।