Jhargram: ‘উনি একটা মেয়ে নিয়ে আসতেন! সোনার কয়েন বেচতেন’ পার্থকে নিয়ে তীব্র আলোচনা

ছবি দেখে চমকে যাচ্ছেন অনেকে। ‘আরে, এই সেই মেয়েটা! এর সঙ্গেই তো আসতেন পার্থ চট্টোপাধ্যায়। সিকিউরিটি চলে আসত আগেই।’ এমনই দাবি ঝাড়গ্রামের (Jhargram) বাঁধাগোড়া এলাকার…

partha-arpita-baganbari

ছবি দেখে চমকে যাচ্ছেন অনেকে। ‘আরে, এই সেই মেয়েটা! এর সঙ্গেই তো আসতেন পার্থ চট্টোপাধ্যায়। সিকিউরিটি চলে আসত আগেই।’ এমনই দাবি ঝাড়গ্রামের (Jhargram) বাঁধাগোড়া এলাকার অনেকেরই।

Advertisements

Jhargram: 'উনি একটা মেয়ে নিয়ে আসতেন! সোনার কয়েন বেচতেন' পার্থকে নিয়ে তীব্র আলোচনা

   

এলাকাবাসীদের একজন বিরাট বাগানবাড়িটার কেয়ারটেকার। বাঁধাগোড়ার এই বাগানবাড়িটা থমথম করছে। কেউ নেই। দু চারজন যদিওবা যাতায়াত করছেন তারা ভয়ে ফটকটার সামনে দাঁড়াতে চাইছেন না। বাগানবাড়ি তালাবন্ধ। দূর থেকে দেখলে একটা বিরাট মন্দিরের চুড়ার খানিকটা দেখা যাবে। গাছে ঘেরা নিরালা নিঝুম পরিবেশ।

কয়েকজন সাহস করে বলছেন, ‘উনি তো আসতেন একটা মেয়েকে নিয়ে’। উনি কে? ওই যাকে ধরেছে। এটুকু বলেই সবাই ইশারায় ইঙ্গিত করেন তৃণমূল কংগ্রেস মহাসচিব ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে। হাতে থাকা সেদিনের কাগজে বের হওয়া ভুবনেশ্বরের এইমসে তোলা পার্থ চট্টোপাধ্যায়ের ছবিটা দেখিয়ে দেন। বাঁধাগোড়ায় শাসকদল তৃণমূল কংগ্রেস নেতারা নীরব।

আরও পড়ুন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়  জুড়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের অভিযানের ভয় কেন পাচ্ছে তৃণমূল নেতারা। 

NBU: মমতা সরকারের আমলে শিক্ষা দফতরে বিপুল দুর্নীতি, গোয়েন্দা নজরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

অভিযোগ, ঝাড়গ্রামের এই বাগানবাড়িতে ঝাড়গ্রামের গুটিকয়েক টিএমসি নেতা ঢোকার অনুমতি পেত। আরও অভিযোগ, অর্পিতার সামনে নেতাদের মাধ্যমে সোনার টাকা বিক্রি করা হতো। ভিতরের খবর বাইরে এলে গুম হয়ে যাওয়ার ভয়।

এসএসসি দুর্নীতির তদন্তে কোটি কোটি টাকা, বিদেশি মুদ্রা সহ গ্রেফতার হয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখার্জি। দুজনকেই ফের জেরা করছে ইডি। আর রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা পার্থ-অর্পিতার বিরাট বিরাট বাগানবাড়ি, বিলাসবহুল ফ্ল্যাটের খবর বের হচ্ছে।

Advertisements

পড়ুন অর্পিতা একটা গ্রাম কেনার জন্য পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আবদার করত 

SSC Scam: হুগলির বিরাট বাড়িতে অর্পিতার সঙ্গে পার্থ থাকতেন! পুরো গ্রাম কেনার ছক

ঝাড়গ্রামের বাঁধগোড়া এলাকায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এক আত্মীয়ের ৪৫ একর জমিতে বিলাশ বহুল ফার্মহাউস আছে বলে জানা গেছে। তাৎপর্যপূর্ণ এই বাগানবাড়িটি এখন তালাবন্ধ। এই বাগানবাড়িটা বকলমে পার্থ চট্টোপাধ্যায়েরই বলে জানাচ্ছেন এলাকাবাসী।

সোনার টাকা নিয়ে কী করতেন পার্থ? তদন্ত সূত্র ধরে ইডি জানতে পেরেছে এই লেনদেনে জড়িত ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কয়েকজন তৃ়ণমূল কংগ্রেস নেতার নাম। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তারা সোনার কয়েন নিয়ে অন্যত্র ভাঙাত বলে উঠে আসছে। ইডি নথিপত্র সংগ্রহ করছে। এদিকে কলকাতায় মুখোমুখি বসিয়ে জেরা চলছে পার্থ-অর্পিতার।