ইস্টবেঙ্গল ক্লাব (east bengal) থেকে খুব তাড়াতাড়ি আসতে চলেছে আরও এক খুশির খবর। ইন্ডিয়ান সুপার লিগের জন্য নিশ্চিত হতে চলেছে কোচের নাম। এখনও পর্যন্ত যা আপডেট তাতে স্টিফেন কনস্টানটাইনের লাল হলুদের কোচ হওয়া নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে স্টিফেন কনস্টানটাইন ও ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে প্রবল জল্পনা শুরু হয়েছিল। ২৪ জুলাই, রবিবার ফুটবল মহলে প্রবল জল্পনার ঝড়। লাল হলুদ ক্লাবের কোচ হিসেবে ভারতীয় প্রাক্তন এই কোচ নিশ্চিত এবং খুব তাড়াতাড়ি তাঁকে পাকাপাকিভাবে সই করানো হবে বলে অনেকেই দাবি করছেন।
এর আগে তিনি দুই দফায় ভারতের জাতীয় দলকে কোচিং করিয়েছেন। ভারতের ফুটবল এবং ফুটবলার’দের দেখেছেন খুব কাছের থেকে। আগেই জানা গিয়েছিল, ইমামির কর্তাদেরও পছন্দের তালিকায় রয়েছেন ভারতের এই প্রাক্তন কোচের।
ইংল্যান্ডের স্টিফেন কনস্টানটাইনের ভারত প্রীতির কথা ফুটবল প্রেমীদের অজানা নয়। এর আগে দু’বার জাতীয় দলকে কোচিং করিয়েছেন তিনি। এবার নতুন মরসুম শুরু হওয়ার আগে থেকেই তাঁর নাম শোনা গিয়েছিল ভারতীয় ফুটবল সংক্রান্ত আলোচনা। কারণ ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দলে দেখা যাবে নতুন কোচ। অনেকের ধারণা, ভারতের আধুনিক ফুটবলেও স্টিফেন দারুণ কাজ করতে পারবেন। অন্যতম কারণ, তিনি ভারতীয় ফুটবলকে এখনও ফলো করেন, ভারতীয় ফুটবলকে খুব ভালো করে চেনেন। সেই সঙ্গে তাঁর অভিজ্ঞতা।