ধারাবাহিকভাবে ভালো খেলছেন ভবানীপুর স্পোর্টিং ক্লাবের (Bhawanipur SC) জিতেন মুর্মু। সেই সঙ্গে গোল করে চলেছেন নিয়মিত। যার সুবাদে নৈহাটি গোল্ড কাপ টুর্নামেন্টে দল চলে গেল ফাইনালে।
আসন্ন কলকাতা ফুটবল লিগের জন্য ভালো দল গঠন করেছে ভবানীপুর স্পোর্টিং ক্লাব। স্কোয়াডে তারকার ছড়াছড়ি। যার মধ্যে অন্যতম কলকাতার দুই প্রধান ঘোরা জিতেন মুর্মু। কলকাতা ফুটবল লিগ শুরু হওয়ার আগে গোলের পর গোল করছেন তিনি।
নৈহাটি গোল্ড কাপের ফাইনালে চলে গিয়েছে ভবানীপুর। জিতেন ছাড়াও গোল পেয়েছেন বিদেশি ফুটবলার ক্রীজো। ক্রীজো ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ। পরীক্ষিত ফুটবলার।
এর আগে বিদেশিদের মধ্যে গোল করেছেন মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাবে খেলা ইচে। গোল করা যেমন ভবানীপুরের অভ্যাসে পরিণত হয়েছে, তেমনই তাদের খেলায় রয়েছে দলগত মেল বন্ধন। কিংশুক দেবনাথরা পিছন থেকে আক্রমণে সাহায্য করছে। তবে গোল হজম করা দলকে রুখতে হবে।