ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal) এবং তাদে সম্ভাব্য ইনভেস্টার ইমামির সঙ্গে কোম্পানি গঠন হয়ে গেলেও বাকি রয়েছে সর্বশেষ চুক্তি। সেই দিনটির অপেক্ষায় সমর্থক থেকে শুরু করে আপামর ফুটবল মহল। চুক্তি সই হতে দেরি হওয়ায় একাধিক ফুটবলারকে হাতছাড়া করেছে ইস্টবেঙ্গল৷ এই তালিকায় আরো একজন ফুটবলার অন্তর্ভুক্তি হয়েছে বলে মনে করা হচ্ছে । কিন্তু এবার কোনও ভারতীয় ফুটবলার না, বিদেশি ফুটবলার দেশন ব্রাউন ।
জামাইকান তারকা দেশহর্ন ব্রাউনকে সই করা প্রায় পাকা করে ফেলেছিল ইস্টবেঙ্গল। আইএসএলের প্ৰথম দুই মরশুমে ইস্টবেঙ্গল একজন সেন্টার ফরোয়ার্ডের অভাব বারবার টের পেয়েছে। এ জন্য দেশন ব্রাউনকে ইস্টবেঙ্গল দলে নেওয়ার ব্যাপারে টার্গেট করেছিল। বেঙ্গালুরু এফসি থেকে নর্থ ইস্ট ইউনাইটেডে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সই করার পর দারুণ ছন্দে ছিলেন ব্রাউন।
দীর্ঘদেহী এই জামাইকান তারকা ২০২০-তে বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়েছিলেন। তবে একদমই ফর্মে ছিলেন না। ১৭ ম্যাচে মাত্র ৩ গোল করেছিলেন তারকা। বেঙ্গালুরু দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে রিলিজ কর দেয় ব্রাউনকে। কিন্তু আবারো নর্থ ইস্ট ইউনাইটেড এ যোগ দেওয়ার পর অর্ধেক ম্যাচ খেলে ১২টি গোল করে ফেলেছিলেন তিনি। এর মধ্যে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ৩-৩ ড্র ম্যাচে হ্যাটট্রিকও রয়েছে তাঁর। গত মে মাসেই ব্রাউনের সঙ্গে নর্থ ইস্টের চুক্তি শেষ হয়ে গিয়েছিল।
এরপরেই আইএসএল-এর একাধিক দল এবং কলকাতার অন্যতম প্রধান মোহামেডান স্পোর্টিংও তাঁকে বড় অংকের প্রস্তাব দিয়েছিল বলে আগে জানা গিয়েছিল।
সূত্রের খবর, ইস্টবেঙ্গলের অফারটি দেশনের ভালো লেগেছিল। কিন্তু ইস্টবেঙ্গল এবং ইনভেস্টার-এর সর্বশেষ চুক্তিপত্র সই না হওয়ার ফলে জামাইকান স্ট্রাইকার আর অপেক্ষা করতে পারছেন না বলেই এবার মনে করা হচ্ছে। ইউএসএল এর ক্লাব সাক্রেমেন্টো রিপাবলিক এফসি দলে বাকি ম্যাচের অর্থাৎ ২০২২ মরশুমের বাকি সময়টি জন্য যুক্ত হচ্ছেন তিনি। আমেরিকান লিগের এই দলে শুধুমাত্র এই বছরের জন্যই থাকবেন বলে জানা গেছে ।