শিক্ষাক্ষেত্রে বেলাগাম নিয়োগ দুর্নীতিতে (SSC-TET Scam) নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শুক্রবার দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন থেকে রাশি রাশি টাকা উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। অথচ ১৪ ঘন্টা ধরে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রয়েছে ইডির আধিকারিকরা চলছে জিজ্ঞাসাবাদ। তবে আজই পার্থর গ্রেফতারের সম্ভাবনা?
স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষক নিয়োগে বেলাগাম দুর্নীতির কথা আগেই আঁচ করতে পেরেছিল সিবিআই৷ আর্থিক লেনদেনের বিষয়েও অবগত ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গত মাসেই ইডির হাতে সমস্ত তথ্য প্রমাণ তুলে দেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা৷ আজ সকাল থেকে একযোগে ১৩ জায়গায় চলে ইডির অভিযান। আর তাতেই বিরাট তথ্য হাতে পেয়েছে ইডি৷
ED is carrying out search operations at various premises linked to recruitment scam in the West Bengal School Service Commission and West Bengal Primary Education Board. pic.twitter.com/i4dP2SAeGG
— ED (@dir_ed) July 22, 2022
সূত্রের খবর, এদিন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে সোনা, বিদেশী মুদ্রা এবং বেশ কিছু জমির দলিল পাওয়া গেছে। ইডি সূত্রে খবর, আজ সকালেই অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়নি ইডির আধিকারিকরা। তল্লাশি অভিযানে বেরিয়ে একাধিক নথি পায় ইডি৷ সেখানেই উল্লেখ ছিল অর্পিতা মুখ্যোপাধ্যায়ের নাম৷ পরে দক্ষিণ কলকাতার আবাসনে উপস্থিত হন ইডির আধিকারিকরা৷ সেখান থেকে উদ্ধার হয় প্রচুর অর্থ।
ইডি সূত্রে খবর, শিক্ষক নিয়োগে যে লেনদেন হয়েছিল তা নিয়ে এখনও বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে৷ সেটাই জানতে চলছে প্রশ্নোত্তর পর্ব৷ মাঝে পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ বোধ করলে উপস্থিত হন চিকিৎসকরা। কিন্তু বাড়ির ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি৷ নিষেধাজ্ঞা আইনজীবীদের ক্ষেত্রেও।