ATK Mohun Bagan : দুরন্ত এই ফরোয়ার্ডকে দলে চাইছেন বাগান কোচ

এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan ) নেওয়া হতে পারে একজন স্ট্রাইকারকে। ষষ্ঠ বিদেশি হিসেবে মাঝমাঠের খেলোয়াড় নেওয়ার পর স্ট্রাইকার সংক্রান্ত জল্পনার পালে নতুন করে…

ishan pandita

এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan ) নেওয়া হতে পারে একজন স্ট্রাইকারকে। ষষ্ঠ বিদেশি হিসেবে মাঝমাঠের খেলোয়াড় নেওয়ার পর স্ট্রাইকার সংক্রান্ত জল্পনার পালে নতুন করে হাওয়া লেগেছে। শোনা যাচ্ছে এক ভারতীয় স্ট্রাইকারের নাম।

নতুন মরসুমের আগে ষষ্ঠ বিদেশি নিশ্চিত করেছে এটিকে মোহন বাগান। রক্ষণ ও মাঝমাঠে চূড়ান্ত করা হয়েছে বিদেশি। দলে এখনও পর্যন্ত নেই পরীক্ষিত কোনো স্ট্রাইকার। এই অবস্থায় শোনা যাচ্ছে ঈশান পা নাম।

   

বিগত কয়েক বছরে ভারতীয় ফুটবল সার্কিটে উঠে এসেছেন ঈশান পান্ডিয়া। বিদেশ থেকে ফুটবলের অনুশীলন প্রাপ্ত ঈশান অল্প সময়ের মধ্যে সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। জাতীয় দলের হয়ে ইতিমধ্যে করেছেন গোল। ইন্ডিয়ান সুপার লিগেও খেলেছেন একাধিক ম্যাচে।

এটিকে মোহন বাগানে একাধিক ভালো মানের ফুটবলার রয়েছেন। আক্রমণভাগে ভারতীয় ফুটবলাররা দলের ভরসা। তবে হুয়ান ফেরান্দর স্কোয়াডে নেই কোনো পরীক্ষিত স্ট্রাইকার। সপ্তম বিদেশি ফুটবলার নেওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে একজন ভারতীয় স্কোরার আসতে পারেন বলে ফুটবল মহলের অনেকের ধারণা।

চব্বিশ বছর বয়সী ৬ ফিট লম্বা ঈশানের সিনিয়র ফুটবল কেরিয়ার শুরু হয়েছিল লোরকার হাত ধরে। বেশ কিছু ম্যাচ সেখানে খেলেছিলেন। গোলও করেছিলেন কিছু। পরে ভারতে এসেছিলেন। ফুটবল ক্লাব গোয়া, জামশেদপুর এফসির হয়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। কিছু গোল করেছেন ইতিমধ্যে। নজরকাড়া ফুটবল কিংবা প্রতিপক্ষের রক্ষণের সামনে দীর্ঘদেহী এই ফুটবলারের উপস্থিতি যে কোনো দলের জন্য সম্পদ।