সই হবে হবে করেও হচ্ছে না। একুশে জুলাই ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club) ও ইমামির মধ্যে সই পর্ব সম্পন্ন হওয়ার সম্ভাবনা অনেকে দেখেছিলেন। কিন্তু সেটা আপাতত হয়নি বলেই খবর। এরই মধ্যে আবারও ভেসে উঠল শ্রী সিমেন্টের (Shree Cement) নাম।
ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা বেশ কয়েকজন ফুটবলার নিশ্চিত করলেও এখনও ওঠেনি ট্রান্সফার ব্যান। সেটা তুলতে হবে। তার জন্য ফেডারেশনকে দিতে হবে ৭ লক্ষ টাকা। সেই টাকা কে দেবে সে ব্যাপারে এখনও স্পষ্ট কোনো উত্তর নেই। সেই সঙ্গে এখনও ঝুলে রয়েছে ওমিদ সিংয়ের বিষয়টি।
লাইসেন্সিংয়ের জন্য বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য শ্রী সিমেন্টের কাছে ইস্টবেঙ্গল আগেই আবেদন করেছিল। কিন্তু সমস্যা এখনও মেটেনি। সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার কাছে এ ব্যাপারে চিঠিও দেওয়া হয়েছিল অতীতে। সেখানে সিমেন্ট কোম্পানি স্পষ্ট করেছিল, বকেয়া মেটানোর দায়িত্ব ক্লাবের।
জট কাটাতে লাল হলুদ ক্লাব ফের প্রাক্তন বিনিয়োগকারীর দিকে তাকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। ফুটবল মহলের একাংশের অনুমান, বিপুল বকেয়া অর্থ হয়তো ইমামির সঙ্গে এখনও সই না হওয়ার অন্যতম কারণ। লাল হলুদ কর্তা বেশ কিছু দিন আগে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, “ক’টা টাকার ব্যাপার। মিটে যাবে।” সেটা এখনও মেটেনি। টাকা কে মেটাবে, আর নতুন কোম্পানির সঙ্গে ক্লাবের সই কবে হবে এই দুই প্রশ্নের শতাব্দী প্রাচীন ক্লাবের টালমাটাল পরিস্থিতি।