ISL : ভালো দল পেলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার

সম্ভাবনার কথা আগেই শোনা গিয়েছিল। এবার তাতেই পড়ল সিলমোহর। ইন্ডিয়ান সুপার লিগ (ISL) বিজেতা হায়দরাবাদ ফুটবল ক্লাবে (Hyderabad FC) যোগ দিলেন ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal…

East Bengal supporter

short-samachar

সম্ভাবনার কথা আগেই শোনা গিয়েছিল। এবার তাতেই পড়ল সিলমোহর। ইন্ডিয়ান সুপার লিগ (ISL) বিজেতা হায়দরাবাদ ফুটবল ক্লাবে (Hyderabad FC) যোগ দিলেন ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club) খেলা মনোজ মহম্মদ।

   

হায়দরাবাদ ফুটবল ক্লাবে যাওয়া নিশ্চিত হওয়ার পর মনোজ বলেছিলেন, “বরাবর স্বপ্ন দেখেছি আইএসএলে খেলার। সেই স্বপ্ন পূরণ হওয়ায় খুশি আমি।আইলিগ শেষেই ঠিক করেছিলাম এবার আইএসএলে খেলতে হবে।এমন সময় হায়দ্রাবাদের প্রস্তাব পেয়ে আর বিশেষ চিন্তা ভাবনা করিনি‌।”

ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবে খেলেই থামতে চাইছেন না তিনি। তাঁর লক্ষ্য ভারতের হয়ে খেলা। ইস্টবেঙ্গলের যুব দলের এই ফুটবলার ক্লাবের গণ্ডি ছেড়ে খেলতে চাইছেন জাতীয় দলে। তাঁর প্রতিভা নিয়ে কারও মনে কোনো সন্দেহ নেই। প্রয়োজন শুধু ধারাবাহিকভাবে ভালো খেলা। এবং নিয়মিত সুযোগ পাওয়া।

আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া’র সময়কালে লাল হলুদ শিবিরে প্রথম সুযোগ পেয়েছিলেন তিনি। এরপর দুরন্ত পারফরম্যান্স করে যোগদান করেছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবে। সেখান ভালো খেললেও সেভাবে প্রচারের আলোয় ছিলেন না মহম্মদ। মাঝে শোনা গিয়েছিল, কলকাতা ফুটবল লিগের কথা মাথায় রেখে তাঁকে দলে ফেরাতে পারে ইস্টবেঙ্গল। কিন্তু এই মরসুমের মতো সেই সম্ভাবনার ইতি ঘটেছে।