ISL: ষষ্ঠ বিদেশি ফুটবলার চূড়ান্ত করে ফেলল চেন্নাইয়ান ফুটবল ক্লাব। রাফায়েল ক্লাইভেলারো ক্লাব ছাড়ার পর একজন ভালো মানের বিদেশির খোঁজে ছিল ক্লাব। অবশেষে প্রতীক্ষার অবসান।
জার্মান ফুটবলার জুলিয়াস দুকের-কে ষষ্ঠ বিদেশি হিসেবে দলে সই করিয়েছে চেন্নাইয়ান। বুধবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই খবর। দুকের মূলত মাঝমাঠের ফুটবলার। দলের প্রয়োজনে বিভিন্ন ভূমিকায় খেলতে দক্ষ।
নতুন বিদেশি সম্পর্কে ক্লাবের অন্যতম কর্ণধার ভিতা দানি বলেছেন, “জুলিয়াস আমাদের স্কোয়াডের জন্য যোগ্য ফুটবলার। তরুণ ফুটবলারদের সঙ্গে মানিয়ে নিতে পারবে। দলে এক ঝাঁক নতুন ফুটবলার রয়েছে। তাদের সঙ্গে মিলেমিশে ভালো কিছু করে দেখাতে পারবে।”
পেশাদার ফুটবল কেরিয়ারে এখনও পর্যন্ত ২১০ টি ম্যাচ খেলেছেন দুকের। মাঝমাঠের ফুটবলার হওয়া সত্বেও তাঁর নামের পাশে রয়েছে ৩৫ টা গোল, ২৩ টা অ্যাসিস্ট। জার্মানের বাইরে এই প্রথম কোনো ক্লাবে খেলবেন। “এতো বড় একটা ক্লাবে যোগ দিতে পেরে আমি গর্বিত। সবার আগে আমি সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। তাঁরা আমাকে শুভেচ্ছা বার্তা এবং উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দিয়েছেন।”
এবারের চেইন্নায়ের এই দলে একাধিক তরুণ ফুটবলার রয়েছেন। বাঙালি ফুটবলারের সংখ্যা উল্লেখযোগ্য। মনোতোষ চাকলাদারদের সঙ্গে মাঠে নামবেন নতুন এই বিদেশি ফুটবলার।