তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা অভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গাড়িতে কেন লালবাতি তা জানতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় রাজ্য সরকারের রিপোর্ট চাইলে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
রাজ্যের আর কারা কালো কাঁচ এবং গাড়িতে লালবাতি ব্যবহার করে তা আগামী দুই সপ্তাহের মধ্যে জানাতে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
গত এপ্রিল মাসে বীরভূম থেকে কলকাতার চিনার পার্কের বাড়িতে এসেছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এখান থেকে পরের দিন চলে আসেন এসএসকেএম হাসপাতালে। যে গাড়িতে করে অনুব্রত কলকাতায় এসেছিলেন, তাঁর গাড়িতে লাগানো ছিল লালাবাতি। কেন লালবাতি লাগানো হয়েছে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়।
পরে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, লালবাতি লাগানোর তালিকায় নেই অনুব্রত। আইন ভেঙে কেউ গাড়িতে লালবাতি কিংবা নীল বাতি ব্যবহার করলে এবার সেই গাড়ি বাজেয়াপ্ত করবে সরকার।