জ্বালানি সংকট (Bangladesh) বাংলাদেশে। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে একদিন করে বন্ধ থাকবে দেশটির সব পেট্রোল পাম্প। এমন নির্দেশ দিল শেখ হাসিনার সরকার। একইসাথে শুরু হয়েছে বিদ্যুৎ উৎপাদনে সংকট।
বিদ্যুৎ সংকট সমাধানে মঙ্গলবার থেকে এলাকা ভিত্তিক দু’ ঘণ্টা করে লোডশেডিং হবে। এমনই জানিয়েছেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রকেরর প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, সাময়িক লোডশেডিংয়ের সময় সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে।
তবে সরকারিভাবে জানানো হয়েছে লোডশেডিং কোথাও টানা দু’ঘণ্টা করা হবে না। দিনের ২৪ ঘণ্টার মধ্যে আধ ঘণ্টা করে সব মিলিয়ে দু ঘণ্টা করা হতে পারে। এছাড়া সরকারি ও বেসরকারি অফিসে কাজের সময় এক থেকে দু’ঘণ্টা কমিয়ে আনা যায় কি না, সে বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।
বাংলাদেশের জ্বালানি সংকট কি শ্রীলংকার মতো পরিস্থিতির আগাম ইঙ্গিত,উঠছে এই প্রশ্ন। কারণ, তীব্র আর্থিক সংকটের কারণে শ্রীলংকায় বন্ধ হয়েছে পেট্রোল পাম্প। বিদ্যুত উৎপাদনে বিরাট ঘাটতি। সংকট মেটাতে ব্যার্থ সরকারের বিরুদ্ধে সিংহলি জনতার ক্ষোভ এতই তীব্র যে প্রেসিডেন্ট ভবন, প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা হয়। পদত্যাগ করে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। আত্মগোপনে পূর্বতন প্রধানমন্ত্রী মাহিন্দা। কোনওরকমে জোড়াতালি দিয়ে সরকার চলছে।
বাংলাদেশের পরিস্থিতি শ্রীলংকার মতো নয়। এমনই জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতর থেকে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, দেশে ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র গুলোতে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হয়েছে।