Kolkata Derby: টুর্নামেন্টের শুরুতেই আরও জোরালো হল মোহন-ইস্ট ডার্বির সম্ভাবনা

আরও জোরালো হল কলকাতা ডার্বির (kolkata Derby) সম্ভাবনা। ডুরান্ড কাপের একই গ্রুপে এটিকে মোহন বাগান ও ইস্টবেঙ্গল । বেশ কিছু দিন আগে শোনা গিয়েছিল, কলকাতা…

kolkata Derby

আরও জোরালো হল কলকাতা ডার্বির (kolkata Derby) সম্ভাবনা। ডুরান্ড কাপের একই গ্রুপে এটিকে মোহন বাগান ও ইস্টবেঙ্গল । বেশ কিছু দিন আগে শোনা গিয়েছিল, কলকাতা ডার্বি দিয়ে শুরু হতে পারে আসন্ন ডুরান্ড কাপ। সপ্তাহের শুরুতেই কৌতূহল অনেকটা মিটতে পারে।

Advertisements

আবার উত্তেজনায় ফোটার রসদ পেতে পারেন ফুটবল প্রেমীরা। কারণ প্রতিযোগিতার একই গ্রুপ, গ্রুপ বি-তে রয়েছে এটিকে মোহন বাগান ও ইস্টবেঙ্গল। অর্থাৎ টুর্নামেন্টের প্রথম ম্যাচ ডার্বি হওয়ার সম্ভাবনা এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পেয়েছে।

   

এবারের ডুরান্ড কাপে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবগুলোকেও অংশ নিতে হবে। গ্রুপ বি-তে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ছাড়াও রয়েছে মুম্বই সিটি ফুটবল ক্লাব, রাজস্থান ইউনাইটেড, ইন্ডিয়ান নেভি।

Advertisements

এবারের ডুরান্ড কাপ পড়তে চলছে ১৩১ তম বর্ষে। ভারতীয় ফুটবলকে সঠিক পথে নিয়ে আসতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা। ইন্ডিয়ান সুপার লিগ ছাড়াও অন্য প্রতিযোগিতায় দল নামাতে হবে। দলগুলোও এর ফলে লাভবান হবে। প্রাক মরসুম প্রস্তুতি হিসেবে ডুরান্ড হতে পারে আদর্শ মঞ্চ। এটিকে মোহন বাগান, মুম্বই সিটি এফসির দল মোটামুটি তৈরি। ইস্টবেঙ্গলের ভবিষ্যত এখনও অনিশ্চিত। প্রতিযোগিতায় তারা কেমন দল নামায এখন সেটাই দেখার।