ভারতের বিরুদ্ধে ফের ষড়যন্ত্রের ছক কষছে পাকিস্তান। এবার তাতে মদত দিচ্ছে নেপাল (Nepal)। এমনই তথ্য দিচ্ছে নয়াদিল্লির গোয়েন্দা রিপোর্ট (Report)। পাক-নেপাল যোগ বরাবরই ভারতের বিরুদ্ধে সক্রিয়। তবে এবার তা জোরালো হচ্ছে বলে প্রমাণ মিলেছে। ভারতীয় গোয়েন্দারা জানাচ্ছেন আইএসআই-এর উপস্থিতি সবসময় কাঠমান্ডুতে ছিল, কিন্তু সাম্প্রতিককালে, এটি আরও সক্রিয় হয়েছে এবং সক্রিয়ভাবে নেপালী নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছে।
ভারতীয় গোয়েন্দা রিপোর্ট জানাচ্ছে সম্প্রতি আইএসআই একজন অবসরপ্রাপ্ত সিনিয়র পুলিশ অফিসার এবং নেপাল সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেলকে নিয়ে বৈঠক করেছে। সূত্র অনুসারে ইভেন্টের আয়োজনে জড়িত আইএসআই অপারেটিভ ছিলেন মহম্মদ রাকসানা নুরতি। রাকসানা পাকিস্তানের নাগরিক বলে খবর।
আইএসআই বা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স ভারতে নাশকতা তৈরি করার জন্য একাধিকবার নেপালের ভূখণ্ড ব্যবহার করেছে। উল্লেখ্য, ১৯৯৯ সালে তালিবান-নিয়ন্ত্রিত আফগানিস্তানের কান্দাহারে IC-814 ছিনতাইয়ের ঘটনাটি ছিল কাঠমান্ডু থেকে। এই ঘটনার ফলশ্রুতিতে ভারতের হাতে থাকা মৌলানা মাসুদ আজহারকে মুক্তি দিতে বাধ্য হয় নয়াদিল্লি। পাকিস্তানে ফিরে নিশ্চিন্ত আশ্রয়ে মাসুদ আজহার জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের সূচনা করে।
গোয়েন্দা রিপোর্ট বলছে আইএসআই ভারতীয় উপমহাদেশে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে। বাংলাদেশ ও মালদ্বীপের বাইরেও এই গুপ্তচর সংস্থার কর্মীরা কাজ করেছে। ফলে সতর্ক রয়েছে ভারত।