Upendranath Biswas : ‘শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত’ আদালতের ভরসাযোগ্য উপেন বিশ্বাস

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কড়া প্রশ্নের মুখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যতই সময় যাচ্ছে ততই পেঁয়াজের খোসার মতো বের হচ্ছে দুর্নীতির প্রতিটি ধাপ৷…

Upendranath Biswas : 'শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত' আদালতের ভরসাযোগ্য উপেন বিশ্বাস

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কড়া প্রশ্নের মুখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যতই সময় যাচ্ছে ততই পেঁয়াজের খোসার মতো বের হচ্ছে দুর্নীতির প্রতিটি ধাপ৷ নাম জড়াচ্ছে শাসক টিএমসি এবং বিরোধী বিজেপি শিবিরের একের পর এক বিধায়ক থেকে নেতাদের। এরই মধ্যে শাসক দলের জন্য গোদের ওপর বিষফোঁড়া হয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রাক্তন ক্যাবিনেট, প্রাক্তন সিবিআই কর্তা সদস্য উপেন্দ্রনাথ বিশ্বাস। এবার তাঁর (Upendranath Biswas) বিরুদ্ধেই উঠে এল বিস্ফোরক তথ্য৷

Advertisements

কলকাতা টিভি (Kolkata TV) খবরে দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন উপেন বিশ্বাস নিজেই। অভিযোগ, ৭১ জনের সুপারিশপত্রে রয়েছে তাঁর সই। তালিকায় নাম থাকা বেশ কিছু জন চাকরি পেলেও, চাকরিহীনদের সংখ্যাটাই বেশি। অনেকের অভিযোগ, যে টাকা উপেন বিশ্বাস চেয়েছিলেন তা দিতে না পারাতেই চাকরি মেলেনি। তবে যে টাকার দাবি তিনি করেছিলেন তাতে চক্ষু চড়কগাছ। অনেকেই বলেছেন লক্ষ লক্ষ টাকার দাবি করেছেন তিনি। সরাসরি অভিযোগের তীর উপেন বিশ্বাসের ঘনিষ্ঠদের বিরুদ্ধে।

   

তবে এই অভিযোগ নিয়ে মুখ খুলতে রাজি নন উপেন বিশ্বাস৷ তাঁর বক্তব্য, তিনি এই মামলায় কোর্ট অফিসার। তাই তিনি কিছু বলবেন না৷ এমনকি তাঁর বিরুদ্ধে অভিযোগ, যে তৃণমূল নেতার জোরে তিনি বিধানসভায় জয়লাভ করে মন্ত্রী হয়েছিলেন, বাগদার সেই তৃণমূল নেতার থেকেও ৮ লক্ষ টাকা চেয়েছিলেন। এবিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান তিনি৷ এমনকি তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক তন্ময় চক্রবর্তীও উপেন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বলেও জানা যায়।

Advertisements

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। এই ঘটনার আঁচ পেতেই সিবিআইয়ের হাতে তদন্তভার সঁপে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাহাড় প্রমাণ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের সিট গঠন করার নির্দেশ দেন বিচারপতি। এরই মধ্যে উপেন বিশ্বাসের ‘সৎ রঞ্জন’ এর কাহিনী শুনে মামলায় আশার আলো দেখতে শুরু করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ পরে আদালতের কাছে সশরীরে হাজিরা দিয়ে গোটা বিষয়টির খোলসা করে জানান তিনি৷ উপেন বিশ্বাসের ওপর ভরসা করেছিল আদালত। এমনকি সিবিআইয়ের সিটে ৬ সদস্যের মধ্যে যুগ্ম অধিকর্তাকে নিয়োগ না করা হলে তদন্তের দায়িত্বভার উপেন বিশ্বাসের হাতে দেবেন বলেও জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার সেই উপেন বিশ্বাসের বিরুদ্ধেই উঠল অভিযোগ।

যদিও শাসক দলের নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ নতুন কিছু নয়। এর আগে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করা তিন তৃণমূল বিধায়কের নাম জড়িয়েছে। তাঁরা হলেন, অখিল গিরি, অসীম মাঝি এবং শুভ্রাংশু রায়। নিজেদের দলীয় প্যাডে নাম লিখে সুপারিশ করেছেন তাঁরা৷ সেই প্রতিলিপি ও নামের তালিকা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জমা পড়েছে। তৃণমূল জমানায় নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতেই ৪২,৯৪৯ জনের নিয়োগের নথিপত্র চেয়ে পাঠানো হয়েছে। সবটাই যাচাই করে দেখবে সিবিআই।