Calcutta Football League: দোলাচল অব‍্যাহত মোহনবাগানের কলকাতা লিগ খেলার সম্ভাবনা

আদৌও এবারের কলকাতা লিগে (Calcutta Football League) খেলতে দেখা যাবে কি এটিকে মোহনবাগান’কে (ATK Mohun Bagan)? বিষয়টা এখনও অবধি স্পষ্ট নয়। Advertisements মঙ্গলবার এবিষয়ে আলোচনা…

ATK Mohun Bagan chances of playing in the Calcutta Football League are still uncertain

আদৌও এবারের কলকাতা লিগে (Calcutta Football League) খেলতে দেখা যাবে কি এটিকে মোহনবাগান’কে (ATK Mohun Bagan)? বিষয়টা এখনও অবধি স্পষ্ট নয়।

Advertisements

মঙ্গলবার এবিষয়ে আলোচনা করতে আইএফএ-র দুই সহ সভাপতি স্বরূপ বিশ্বাস ও সৌরভ পাল আলোচনায় বসেছিলেন মোহনবাগান সচিব সচিব দেবাশিস দত্তের সঙ্গে সাথে। যদিও সেই আলোচনা ফলপ্রসু হয়নি বলেই শোনা যাচ্ছে।

   

এখনও অবধি আইএফএ’র থেকে ৬২ লাখ টাকা পায় মোহনবাগান,এদিন দেবাশিস দত্ত তার’ই রিপোর্ট তুলে ধরেন আইএফএ-র দুই কর্তার কাছে।দেবাশিস বাবুর বক্তব্য প্রাপ‍্য টাকার অন্তত ৬০ শতাংশ টাকা না মেটালে তাদের পক্ষে লিগে খেলা সম্ভব নয়।

Advertisements

তবে এখানেও বিষয়টা স্পষ্ট নয়।ডুরান্ড এবং এএফসি কাপে খেলার মতো ব‍্যস্ত ক্রীড়াসূচী থাকার পর কলকাতা লিগে খেলার ফুরসত পাবে কি এটিকে মোহনবাগান,এখন সেখানেই উঠছে প্রশ্ন।

এদিকে ২৯ শে জুলাই থেকে প্রাক্টিসে নামছে সবুজ মেরুন শিবির। কোচ ফেরান্দো চাইছেন ২১ দিনের একটা প্রস্তুতি সারতে।আগামী ১৬ ই আগষ্ট ডুরান্ডে নামছে সবুজ মেরুন শিবির।