আসন্ন আইএসএলের কথা মাথায় রেখে দারুণ শক্তিশালী দল গড়ছে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। এবার সেই তালিকায় নয়া সংযোজন অস্ট্রেলিয়ান মিডফিল্ডার রস্টিন গ্রিফিতস। মেলবোর্ন সিটি থেকে মুম্বইয়ে আসলেন তিনি।
রোববার আনুষ্ঠানিকভাবে এই অজি তারকা’কে দলে নেওয়ার খবর জানিয়ে দেয় মুম্বই সিটি এফসি।এবার তার দলে যোগ দেওয়ার মাঝে পড়ে রইলো মেডিক্যাল পরীক্ষা।মাঝমাঠ ছাড়া রক্ষন ভাগে খেলতেও সমান ওস্তাদ এই ফুটবলার।
ইতিমধ্যে গতবছর মেলবোর্ন সিটির হয়ে অস্ট্রেলিয়ার লিগ জিতেছে এই ফুটবলার। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনাইটেড, নর্থ কুইন্সল্যান্ড ফিউরি, সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স এবং পার্থ গ্লোরির পাশাপাশি ইংল্যান্ড, চীন,উজবেকিস্তানের একাধিক ক্লাবের হয়ে খেলেছিলেন এই ফুটবলার।