কয়েক দিন আগের’ই খবর। শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গলের (East Bengal) বিকাশ জাইরু’কে (Bikash Jairu) দলে তুলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে মহামেডান স্পোর্টিং। এখনও চুক্তিপত্র কাজ পুরোপুরি শেষ করে উঠতে পারেনি ইস্টবেঙ্গল। তাই সেই জল্পনা’কে ক্রমশ সম্ভাবনা’তে পরিণত করছিল।
কিন্তু এবার শেষ মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী, জাইরু ধরে রাখতে ক্রমশ তৎপর হয়ে উঠেছে ইস্টবেঙ্গল।শোনা যাচ্ছে মহামেডান ক্লাবের তরফে এগ্রিমেন্ট পাঠিয়ে দেওয়া হয়েছে জাইরু’কে।তবে শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলের তরফে পুনরায় জাইরু’র সাথে যোগাযোগ করা হলে তিনি যে ফের এবিষয়ে ভাবনা চিন্তা করছেন এমনটাই শোনা যাচ্ছে।
এর’ই মাঝে শোনা যাচ্ছে রাউন্ড গ্লাস পঞ্জাব এফসি’র ফুটবলার মাঝ মাঠের ফুটবলার কেন লুইস’কে এবার দলে নিতে চাইছে তারা।এর আগে মোহনবাগান,দিল্লি ডায়নামোস,পুনে সিটি,বেঙ্গালুরু, সুদেভা এফসি’তেও খেলেছিলেন তিনি।খেলেছেন পিফা,মাহিন্দ্রা ইউনাইটেড,টাটা ফুটবল অ্যাকাডেমির যুব দলের হয়ে।
সংশ্লিষ্ট ফুটবলারের সাথে প্রাথমিক পর্যায়ের চুক্তিপত্র পাঠিয়েছে সাদা কালো ব্রিগেড। যদিও এখনও এবিষয় কোনও রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি।