নতুন মরসুমের আগে নিজেদের গুছিয়ে নিচ্ছে বিএসএস স্পোর্টিং (BSS sporting) ক্লাব। প্রস্তুতি ম্যাচে পর পর জয় পেয়েছে তারা। আগামী দিনে বেহালাবাসীদের জন্য ভালো কিছু করে দেখাতে বদ্ধপরিকর ক্লাব।
সম্প্রতিতম প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে বিএসএস স্পোর্টিং ক্লাব। রেনবোর বিরুদ্ধে দাপটের সঙ্গে খেলেছেন দল। গোল করা যেমন ইতিবাচক দিক, তেমনই একটিও গোল হজম না করাও উল্লেখযোগ্য। রেনবোর বিরুদ্ধে গোল দুটি করেছেন অমরিন্দর এবং রোনাল্ড।
তার আগের ম্যাচেও জোড়া গোল করেছিল বেহালার দলটি। কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল তারা ঘাসে ঢাকা কল্যাণীর মাঠে চাপের মুখেও নিজেদের নার্ভ শক্ত রেখেছিলেন বিএসএস স্পোর্টিংয়ের ফুটবলাররা।
প্রস্তুতি শুরু হওয়ার মুখে হেমন্ত ডোরা ক্লাব সম্পর্কে বলেছিলেন, “কর্তাদের সঙ্গে কথা বলার পর বুঝলাম আমাদের লক্ষ্য মোটামুটি একই। সেটা হল দলকে চ্যাম্পিয়ন করা। যখন দু’দিকের লক্ষ্য একই, তখন ইতিহাস গড়া সম্ভব।” এই ক্লাবের এক সদস্য সজল বাগকে আগামী মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে দেখা গেলেও যেতে পারে।