সুখবর সবুজ-মেরুন (ATK Mohun Bagan) ভক্তদের জন্যে। এবছর নিজেদের ঘরের মাঠে পছন্দের ফুটবলার’দের দেখার সুযোগ পাবে তারা। কারণ এবার প্রাক মরশুম প্রস্তুতি নিজেদের ঘরের মাঠে সারতে পারে সবুজ-মেরুন শিবির।
শেষ এটিকে মোহনবাগানের মাঠ সম্পর্কে আপডেট দেওয়ার সময় আমরা আপনাদের জানিয়েছিলাম,অতি দ্রুত সেরে ফেলার চেষ্টা চালানো হচ্ছে এটিকে মোহনবাগান মাঠ ঠিক করার কাজ। অত্যাধুনিক ভাবে গড়ে তোলা হচ্ছে। তার কাজ প্রায় শেষের পথে। আগামী ২৯ শে জুলাই মোহনবাগানের দিবসের দিন ফেরান্দো তার দলবল নিয়ে মাঠে নামতে পারে এমনটাই শোনা যাচ্ছে, কিন্তু ওইদিন ক্লাবের এতো বিরাট মাপের অনুষ্ঠান,একাধিক কর্মসূচী তো আছেই, তা সেইদিন হয়তো তেমন ভাবে প্রাক্টিস নাও করতে পারে দল।
এদিকে, এবারের মোহনবাগান দিবসের সকল পুরস্কার প্রাপকের নাম ঘোষিত হয়েছে,বৃহস্পতিবার ক্লাবের সভায় এবিষয়ে সিদ্ধান্তে আসা হয়েছে, আসুন নজর রাখা যাক সেই তালিকার দিকে।
মোহনবাগান রত্ন – শ্যাম থাপা
লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান – প্রাক্তন গোলকিপার বলাই দে
শিবদাস ভাদুড়ি পুরষ্কার – লিস্টন কোলাসো
সুভাষ ভৌমিক পুরষ্কার – কিয়ান নাশিরি
অরুণ লাল পুরষ্কার – প্রিনান দত্ত
প্রণব ব্যানার্জি পুরষ্কার – বাপি শেখ
অঞ্জন মিত্র পুরষ্কার – গোকুলাম কেরালা এফসির সভাপতি ভিসি প্রবীণ
সেরা ক্রীড়া সাংবাদিকের পুরষ্কার – অশোক দাশগুপ্ত