দ্রৌপদীকে সমর্থন করে বিশ্বাসঘাতকতা করতে পারব না: মমতা

রাষ্ট্রপতি নির্বাচনে অ-বিজেপি জোটের প্রার্থীকেই সমর্থন করব। জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দ্রৌপদী মুর্মুর প্রতি সহানুভূতি জানিয়ে বিতর্কে জড়িয়েছেন মমতা। তিনি বলেছেন,আগে…

দ্রৌপদীকে সমর্থন করে বিশ্বাসঘাতকতা করতে পারব না: মমতা

রাষ্ট্রপতি নির্বাচনে অ-বিজেপি জোটের প্রার্থীকেই সমর্থন করব। জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

দ্রৌপদী মুর্মুর প্রতি সহানুভূতি জানিয়ে বিতর্কে জড়িয়েছেন মমতা। তিনি বলেছেন,আগে জানলে ভেবে দেখতাম। রাজনৈতিক মহলে এবিষোয়ে বিরাট জল্পনা শুরু হয়েছিল।

সোমবার মমতা বলেন, দ্রৌপদী মুর্মুকে সমর্থনের কোনও প্রশ্নই থাকছে না। কারণ আমি বিরোধীদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের অংশীদার। আমি বিট্রে করতে পারব না। তাহলে আমায় আপনারাই বলবেন বিট্রে করেছে।

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা। তিনি তৃণমূল কংগ্রেস সহ সভাপতি ছিলেন। বিজেপি ছেড়ে তৃণমূল হন।

বিরোধী দলগুলিকে একজোট করার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পছন্দের যশবন্ত সিনহাকে মেনে নেয় কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, ডিএমকে, টিআরএস সহ বিভিন্ন দল।

Advertisements

আচমকা রথযাত্রার দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, আগে থেকে যদি বিজেপি জানাত যে, একজন তফশিলি, আদিবাসী মহিলাকে তাঁরা প্রার্থী করছে, তাহলে আমরাও চেষ্টা করতাম। বৃহত্তর স্বার্থে বিরোধী ১৬-১৭টা দল বসে সিদ্ধান্ত নিতে পারতাম। সর্বসম্মতিতে একজন প্রার্থী হলে, তা দেশের পক্ষে ভাল হতো।

বিতর্ক তৈরি হয়।এবার মমতা বিতর্ক ঢাকতে বলেছেন, বিজেপি ফোনে কেবল আমাদের মতামত জানতে চেয়েছিল। ওদের মতামত জানায়নি। বৃহত্তর স্বার্থে, সর্বসম্মত প্রার্থী আমি সর্বদা পছন্দ করি। কিন্তু যেহেতু আমরা ১৭-১৮টা দল একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছি, তাই সকলে না বললে আমি একা ফেরাতে পারি না। আমি চাই রাষ্ট্রপতি নির্বাচন শান্তিপূর্ণ হোক।