Sovan-Baisakhi: তৃণমূলে পা রাখার আগে শোভন-বৈশাখীর মালা বদল হল এই রাতে

বিশ্বজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা৷ মহোৎসবে গা ভাসিয়ে বান্ধবী বৈশাখীকে (Baisakhi Banerjee) নিয়ে বেরিয়ে পড়লেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। রথযাত্রার পূর্ণতিথিতে বৈশাখীর সঙ্গে মালাবদল করে…

Shovan Chatterjee and Baishakhi Bandyopadhyay

বিশ্বজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা৷ মহোৎসবে গা ভাসিয়ে বান্ধবী বৈশাখীকে (Baisakhi Banerjee) নিয়ে বেরিয়ে পড়লেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। রথযাত্রার পূর্ণতিথিতে বৈশাখীর সঙ্গে মালাবদল করে নিলেন৷ অনেকে বলছেন, রাজনীতিতে নামার আগে শুভ কাজটা সেরে নিলেন শোভন।

তবে এ আর নতুন কই? গত বছরের বিজয়া দশমীতে বৈশাখীর কপালে সিঁদূর পরিয়ে আপন করে নিয়েছিলেন শোভন৷ দুটো প্রাণহীন সম্পর্ককে টেনে না নিয়ে গিয়ে বরং স্বীকৃতি দিয়েছিলেন একে অপরকে৷ রাজনীতির ময়দানে নামার আগে মালাবদল করে বোঝাতে চাইলেন আজও শোভন-বৈশাখী একে অপরের পরিপুরক৷

   

উল্লেখ্য, রাজনীতি থেকে দীর্ঘ সময় নিজেদের সরিয়ে রেখেছিলেন শোভন চট্টোপাধ্যায়। গত মাসেই হঠাৎ করে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত জল্পনা বাড়িয়ে দেয়। শোভন চট্টোপাধ্যায়ের ঘোষণা করেন রাজনীতির ময়দানে ফিরছেন তিনি৷ সেবার বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দিদি ভাইয়ের অভিমানের প্রাচীর ভেঙে গেল।

শোনা যাচ্ছে, ২১ জুলাইয়ের মঞ্চেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে পুরানো ফর্মে ফিরবেন মুখ্যমন্ত্রীর আদরের কানন। দলের একের পর এক নেতারা সিবিআইয়ের স্ক্যানারে যেতেই পুরাতন সৈনিক শোভন চট্টোপাধ্যায় ওপর বিশ্বাস রাখছেন মমতা বন্দোপাধ্যায়। আগামী দিনে কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় শোভন চট্টোপাধ্যায়কে তা নিয়েই জল্পনা শুরু হয়েছে।