অভিষেক ঘনিষ্ঠ TMC নেতার ২০০ কোটির সম্পত্তি, তদন্তে রাজ্য পুলিশ!

সরকারে মমতা। তাঁর ভাইপো তথা তৃণমূল কংগ্রেস (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্টের বিপুল বেনামি সম্পত্তির তদন্ত করবে রাজ্য পুলিশ। বিতর্ক বাড়ছে।     অভিযোগ,তৃণমূলের সাধারণ…

Abhishek Banerjee

short-samachar

সরকারে মমতা। তাঁর ভাইপো তথা তৃণমূল কংগ্রেস (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্টের বিপুল বেনামি সম্পত্তির তদন্ত করবে রাজ্য পুলিশ। বিতর্ক বাড়ছে।

   

অভিযোগ,তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি জাহাঙ্গির খান প্রায় ২০০ কোটি টাকার মালিক হয়ে উঠেছে। এমনই অভিযোগ জমা পড়েছিল দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের দফতরে৷ হিসেব খতিয়ে দেখার জন্য ইডি-সিবিআই নয়, রাজ্য পুলিশকে নির্দেশ দিলেন জেলাশাসক।

অভিযোগ, তৃ়ণমূল নেতা জাহাঙ্গিরের নামে বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে। ডায়মন্ডহারবার ও মগরাহাট থানা এলাকায় তার দুই আত্মীয়ের নামে অধিকাংশ সম্পত্তি রয়েছে। ওই দুই আত্মীয়ের নাম অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। আরও অভিযোগ, জাহাঙ্গিরের ঘনিষ্ঠদের কাছে প্রচুর নগদ টাকা রয়েছে। সম্পত্তির পরিমাণ কত তা জানতেই অভিযোগ জমা পড়েছে৷ আগামী ১৫ দিনের রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জেলাশাসক।

অভিষেক ঘনিষ্ঠ নেতা জাহাঙ্গিরকে রাজ্য সরকারের তরফে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হতো। আলিপুরে জেলা পরিষদের অফিসে একটি ঘর বরাদ্দ করা হয়েছিল তার জন্য। এখন তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়তেই জেলাজুড়ে শোরগোল পড়ে গেছে।

পডুন:TMC: একুশে জুলাই সমাবেশের জন্য চাঁদা নিলেই দল থেকে তাড়ানো হবে: অভিষেক

ওই তৃণমূল নেতার দাবি, আমি সাংসদের অত্যন্ত ঘনিষ্ঠ। তাঁকে এবং আমাকে কালিমালিপ্ত করার জন্য চক্রান্ত করা হচ্ছে। আমিও অভিযোগকারীর বিরুদ্ধে আইনি পথে লড়াই করব।

আরও পড়ুন: ‘ভোটবাক্স পুকুরে ফেলে দিন’ বলে শুভেন্দু জনগণকে অপমান করেছেন: সুশান্ত ঘোষ

কয়লা ও গোরু পাচার মামলায় দক্ষিণ ২৪ পরগণা জেলার একাধিক তৃণমূল নেতাদের নাম জড়িয়েছে। কয়লা পাচার মামলায় সিবিআই দফতরে হাজিরা দিতে হয়েছে পূর্ব ক্যানিংয়ের টিএমসি বিধায়ক শওকত মোল্লাকে৷