Covid 19: রথযাত্রার বিরাট ভিড়ে করোনা আছে লুকিয়ে

ফের এসেছে করোনাভাইরাস। টানা কয়েকদিন সংক্রমণ উর্ধমুখী। বৃহস্পতিবার পর্যন্ত দৈনিক সংক্রমণ দেড় হাজারের গণ্ডী পার করছে। তবে মৃত্যুর খবর নেই। এই অবস্থায় শুক্রবার মাসের প্রথমেই…

Covid 19: রথযাত্রার বিরাট ভিড়ে করোনা আছে লুকিয়ে

ফের এসেছে করোনাভাইরাস। টানা কয়েকদিন সংক্রমণ উর্ধমুখী। বৃহস্পতিবার পর্যন্ত দৈনিক সংক্রমণ দেড় হাজারের গণ্ডী পার করছে। তবে মৃত্যুর খবর নেই। এই অবস্থায় শুক্রবার মাসের প্রথমেই রথযাত্রা পালিত হচ্ছে মহা সমারোহে। চিকিৎসকদের আশঙ্কা যেহেতু তেমন আর কড়াকড়ি নেই, আর নেই মাস্ক বিধি ফলে রথ দেখার ভিড়ে লুকিয়ে থাকা করোনার (Covid 19) সংক্রমণ ছড়াবে উল্কা গতিতে।

Advertisements

পরিসংখ্যানে আসছে, গত মাসে করোনা আক্রান্ত হয়ে হোম আউসোলেশনে ছিলেন ৩৩৫ জন। এখন সেই সংখ্যা ৬ হাজার পার করেছে। শুক্রবার রথযাত্রা উপলক্ষে ভিড় তাই উদ্বেগের কারণ।

   

এদিন কলকাকায় ইসকনের রথযাত্রায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বিপুল জনসমাগম হবে। হুগলির বিশ্ববিখ্যাত মাহেশের রথ, গুপ্তিপাড়া, নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ি, জলপাইগুড়ি রাজবাড়ির রথ ঘিরেও বিরাট ভিড়। এছাড়াও বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী রথযাত্রার ভিড়েও চিন্তিত চিকিৎসকরা।

Advertisements

করোনা বিধি নেই। বাড়ছে সংক্রমণ। রথযাত্রার ভিড় আরও বাড়িয়ে দেবে সংক্রমণ। চিকিৎসক মহলের অভিযোগ, যেহেতু সংক্রমণ বাড়ছে তাই প্রশাসনের তরফে কড়া বিধিনিষেধ থাকা দরকার ছিল।