চোপতা
উত্তরাখন্ডের রুদ্রপ্রয়াগ জেলার ছোট্ট গ্রাম চোপতা। পঞ্চকেদারের অন্যতম তীর্থস্থান তুঙ্গনাথ মন্দিরের প্রবেশদ্বার। ত্রিশূল, নন্দ দেবী এবং চৌখাম্বা বরফে ঢাকা চূড়া চোপতার প্যারানমিক ভিউ ভাষায় প্রকাশ করা যাবে না।
কীভাবে যাবেন:
ঋষিকেশ থেকে বাস বা গাড়িতে চোপতা। দূরত্ব ২০২ কিলোমিটার।
কোথায় থাকবেন:
ম্যাগপাই ক্যাম্প (০৯৭৫৮৬৬৭৭৫৫) থাকা- খাওয়া নিয়ে মাথাপিছু ৩০০০ টাকা। চৌহান গেস্ট হাউস (৮৯১০৯১২১৬৯), ভাড়া ২০০০ টাকা।