ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal) পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এরই মধ্যে পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেন ক্লাবের ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় (Saikat Ganguly )। ২০১৮ সালে তিনি প্রথম লাল হলুদ তাঁবুতে এনেছিলেন কর্পোরেট ভাবনা।
সৈকত পদত্যাগ পত্র পাঠালেও কর্তারা সেটি মঞ্জুর করেছেন কি না সেটা এখনও জানা যায়নি। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সৈকত। তবে অনেকে মনে করছেন এটা হয়তো আসল কারণ নয়। ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে মতে মিল হচ্ছিল না কর্পোরেট ভাবনার সৈকতের। যার ফল স্বরূপ তাঁর এই সিদ্ধান্ত।
সৈকতের হাত ধরেই ইস্টবেঙ্গলের সঙ্গে পথ চলা শুরু করেছিল কোয়েস। পরবর্তীকালে শ্রী সিমেন্টের সময়েও তাঁর ভূমিকা ছিল। কোম্পানির সঙ্গে ক্লাবের বিচ্ছেদ হোক এমনটা তিনি চাননি।
এদিকে ইমামির সঙ্গে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে জুলাইয়ের শুরুর দিকে ইতিবাচক খবর পাওয়া যেতে পারে। সেই সঙ্গে গতবারের তুলনায় ভালো দল গঠনের ব্যাপারে ক্লাব, কোম্পানি দুই তরফ আগ্রহী বলে জানা গিয়েছে।