Maharashtra Crisis: শিব সেনা বনাম ‘শিন্ডে সেনা’ সুপ্রিম যুদ্ধ শুরু

গুয়াহাটিতে বসে মহারাষ্ট্রের সরকার ভাঙার (Maharashtra Crisis) পরিকল্পনা করছেন একনাথ শিন্ডে৷ অন্যদিকে, সরকার রক্ষায় একমাত্র পথ বিদ্রোহী শিব সেনা বিধায়কদের সদস্যপদ খারিজ। সেই প্রস্তুতি শুরু…

Maharashtra MLAs to Guwahati

গুয়াহাটিতে বসে মহারাষ্ট্রের সরকার ভাঙার (Maharashtra Crisis) পরিকল্পনা করছেন একনাথ শিন্ডে৷ অন্যদিকে, সরকার রক্ষায় একমাত্র পথ বিদ্রোহী শিব সেনা বিধায়কদের সদস্যপদ খারিজ। সেই প্রস্তুতি শুরু করেছে উদ্ধব শিবির। কিন্তু এত সহজে বিক্ষুব্ধ ‘শিন্ডে সেনা’ শিবির ঢোঁক গিলবে না সেটা ভালোমতো আন্দাজ করতে পারছেন। তাই প্রস্তুতি শুরু করেছেন তারা।

Advertisements

১৬ বিধায়ক পদ খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন একনাথ শিন্ডেরা৷ শিব সেনার দুই তৃতীয়াংশ বিধায়ক শিন্ডের সঙ্গে রয়েছে৷ তাই আদালতের কাছে অনায়াসে সরকার বদলের প্রস্তাব রাখতে পারেন তাঁরা৷ শিন্ডের শিবিরের এই পরিকল্পনা একেবারে ধূলিসাৎ করতে চায় ঠাকরে শিবির৷

   

শনিবার শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্তের সঙ্গে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবী দেবদত্ত কামাত৷ তিনি বলেন, কিছু জায়গায় বলা হচ্ছে, একনাথ শিবিরের কাছে দুই তৃতীয়াংশ বিধায়ক রয়েছে বলে তাঁদের বিধায়ক পদ খারিজ করা সম্ভব নয়৷ যে কোনও আইনজীবীর কাছে জিজ্ঞাসা করুন, তাঁরা বলবেন এটা ভুল৷ এটা তখনই সম্ভব যখন একটি পক্ষ অন্য পক্ষের সঙ্গে যুক্ত হবে৷

Advertisements

১৬ জন বিধায়কদের সদস্যপদ খারিজের বিষয়ে প্রস্তাব আনতে চলেছেন উদ্ভব ঠাকরে।  আইনজীবী কামাতের বক্তব্য, এর আগে একাধিক মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে হাউজের বাইরে যদি কোনও বিধায়ক দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত হন, তাহলে তাঁর বিধায়ক পদ খারিজ করে দেওয়া হবে। এই বিষয়ে উদাহরণস্বরূপ জেডিইউ নেতা শরদ যাদবের কথা উল্লেখ করেন তিনি।

তিনি স্পিকারের কাছে জানাতে চান, বিজেপি শাসিত একটি রাজ্যে গিয়ে, সেখানকার নেতাদের সঙ্গে বৈঠক করে, সরকার ভাঙার প্রচেষ্টা করছেন বিক্ষুব্ধরা। এতে স্পষ্ট, যে দলের নিয়ম তাঁরা ভাঙছেন। একইসঙ্গে ডেপুটি স্পিকারের ক্ষমতা নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে, সেটাও ভুল। কারণ স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারের দায়িত্ব থাকে সবটাই। আমরা ১৬ জন বিধায়কের সদস্যপদ খারিজ করার আবেদন জানাব। পুনরায় নির্বাচন যাতে হয় সেই প্রচেষ্টাই করবেন।