নাম হি কাফি হ্যায়-সুদীপ রায় বর্মণের মতো হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব সেটা ফের প্রমাণ করলেন। তিনি যখন যে দলে আগরতলাবাসী সে দিকে। দল বদলেছেন, তবে জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস হয়ে বিজেপি গিয়ে মন্ত্রী। ফের বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরে বিধায়ক। ত্রিপুরায় (Tripura By Election) ফের কংগ্রেসের পতাকা তুলে ধরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণের পুত্র সুদীপ।
আগরতলা-৬ কেন্দ্র থেকে জয়ী হলেন সুদীপ রায় বর্মণ। গত বিধানসভা ভোটে সুদীপ কল্যাণে যে কংগ্রেস রাজ্যে শূন্য হয়েছিল, সেই সুদীপে ভর করেই বিধানসভাতে ঢুকে পড়ল কংগ্রেস।
আগরতলা-৬ কেন্দ্রে শাসক বিজেপিকে পরাজিত করেছেন সুদীপ রায় বর্মণ। তিনি জয়ী হন। ভোটের আগে তাঁর উপর প্রাণঘাতী হামলা হয়। অভিযোগ, নিজেরই ভাবশিষ্য তথা রাজ্যের তথ্যমন্ত্রী সুশাম্ত চৌধুরী এই হামলায় জড়িত। হামলায় জখম সুদীপবাবু হাসপাতাল থেকে বেরিয়ে কোনওরকমে প্রচার সারেন। তবে অভিযোগ উড়িয়ে দেয় বিজেপি। তাদের দাবি সুদীপ বর্মণ নাটক করছেন।
উপনির্বাচনে সুদীপ রায় বর্মণের জয়ে আগলতলা সহ ত্রিপুরার সর্বত্র কংগ্রেস সমর্থকরা উচ্ছসিত। তবে বাকি তিনটি কেন্দ্রে কংগ্রেস পরাজিত হয়েছে।
ত্রিপুরায় দীর্ঘ বাম জমানায় আগরতলা থেকে বারবার জয়ী হতেন কংগ্রেসের সুদীপ রায় বর্মণ। তাঁর রাজনৈতিক জনসংযোগ যে পরিমাণ তার ধারে পাশে আসতে পারেনি সিপিআইএম। এটা রাজ্য সিপিআইএম নেতারা বারবার স্বীকার করে নিয়েছেন।
২০১৮ সালের বিধানসভা ভোটের আগে রাজনৈতিক গুরু মুকুল রায়ের আহ্বানে সুদীপবাবু কংগ্রেস ছেড়ে বাকি বিরোধী বিধায়কদের নিয়ে তৃণমূল কংগ্রেসে চলে যান। কংগ্রেস ত্রিপুরায় অস্তিত্বহীন হয়ে পড়ে। ভোটের আগে ফের তৃণমূল কংগ্রেস ছেড়ে গুরু মুকুল রায়ের মতো সুদীপ বর্মণ সদসবলে চলে যান বিজেপিতে। এ রাজ্যে তৃণমূল হয়ে যায় অস্তিত্বহীন।
বিধানসভা ভোটে টানা ২৫ বছরের বাম জমানা শেষ হয়। ভোটে আগরতলা-৬ কেন্দ্রে জয়ী হন সুদীপ রায় বর্মণ। তবে সরকারের সংগে বিভিন্ন ইস্যুতে সংঘাত, তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ভূমিকায় সরব হয়ে বিদ্রোহী হন। সর্বশেষ ত্রিপুরা পুর ও নগর পঞ্চায়েত ভোটে বিজেপির রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়ে দলত্যাগ করেন।
সুদীপ রায় বর্মণ তৃণমূলে ফিরতে পারেন এমন সম্ভাবনা ছিল। কারণ, তাঁর রাজনৈতিক গুরু মুকুল রায় ততদিনে বিজেপি ছেড়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে চলে এসেছেন। তবে সুদীপবাবু কংগ্রেসকেই ফের বেছে নেন। তিনি কংগ্রেসে ফিরতে রাজ্যে ফের গতি পায় দলটি।
আগরতলায় সবুজ আবির উড়ছে। জয়ী সুদীপ রায় বর্মণ ফের কংগ্রেস বিধায়ক।