ক্লাবের অন্দরে অনেক কিছু চলছে। ইমামি গোষ্ঠীও হয়তো খুব একটা সন্তুষ্ট নয়। ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারাও কেন দেরি করছেন সেটাও প্রশ্ন। সব মিলিয়ে ক্লাব-কোম্পানির দুই হাতের মধ্যে এখনও রয়েছে দূরত্ব।
নবান্নে সাংবাদিক সম্মেলনের পর প্রায় এক মাস কেটে গিয়েছে। এখনও সমঝোতার পর্যায় পৌঁছতে পারে ইস্টবেঙ্গল, ইমামি। তাঁবুতে খসড়া চুক্তি কিছু দিন আগে পাঠানো হয়েছিল। তাতে এখনও সিলমোহর দেননি ক্লাব কর্তারা। দেরি হচ্ছে দেখে কোম্পানিও হয়তো খুব একটা খুশি নয়। সংবাদ মাধ্যমে প্রকাশ, ইমামির ডিরেক্টর আদিত্য আগরওয়াল বিষয়টি ক্ষুব্ধ। বলেছেন, ‘ওদের পড়াশোনা এখনও শেষ হয়নি বোধহয়।’
নতুন মরশুমে দল গঠনের আগে ক্লাব কর্তারাই চাপে থাকবেন বলে মনে করছেন অনেকে। সেক্ষেত্রে ক্লাবে কাগজ পাঠিয়ে কোম্পানি ইতিমধ্যে লাল হলুদ কোর্টে বল ঠেলে দিয়েছে।
অন্য দিকে ফুটবল মহলে গুঞ্জন, ইস্টবেঙ্গল কর্তারাও নাকি একাধিক বিষয়ে কোম্পানির সঙ্গে এক মত হতে পারছেন না। প্রথমমত, শোনা গিয়েছিল ইমামির পক্ষ থেকে ক্লাবের যে শেয়ার দাবি করা হয়েছে সে বিষয়ে ইস্টবেঙ্গলের সবাই একমত হতে পারছেন না। দ্বিতীয়ত, সিইও নিয়োগের ব্যাপারে কর্তারা অখুশি বলে মনে করা হচ্ছে। কোম্পানির তরফে যে সিইওর কথা বলা হয়েছে সেটা নাকি ক্লাবকে অন্ধকারে রেখে চূড়ান্ত করা হয়েছে।
দুই একদিন আগেও মনে হয়েছিল চূড়ান্ত সই হওয়া শুধু সময়ের অপেক্ষা। কিন্তু সময় যতো এগোচ্ছে ক্লাবের চারপাশে ততই গুঞ্জন বাড়ছে। সেই সঙ্গে অনিশ্চয়তা বাড়ছে ক্লাব সমর্থকদের মধ্যে।