আইএসএলে খেলবেন না এই প্রাক্তন সবুজ-মেরুন তারকা

আগামী মরশুমে আইএসএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) প্রাক্তন তারকা ফুটবলার ডেভিড উইলিয়ামস‌ ( David Williams)। ব্যক্তিগত কারণে তিনি ফিরে যাচ্ছেন…

Former ATK Mohun Bagan footballer David Williams will not play in ISL:

আগামী মরশুমে আইএসএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) প্রাক্তন তারকা ফুটবলার ডেভিড উইলিয়ামস‌ ( David Williams)। ব্যক্তিগত কারণে তিনি ফিরে যাচ্ছেন দেশে (অস্ট্রেলিয়া)।

Advertisements

২০১৯-২০ এটিকে এবং ২০২০-২২ এটিকে মোহনবাগানের হয়ে খেলা ফুটবলার’কে আইএসএলে খেলা সেরা বিদেশি ফুটবলার’দের মধ্যে একজন বলেই মনে করা হয়‌।২০১৯-২০ মরশুমে এটিকের হয়ে জিতেছেন আইএসএল।আক্রমণ ভাগের এই ফুটবলার অস্ট্রেলিয়ার জাতীয় দলের বিভিন্ন বয়স ভিত্তিক দলে খেলার পাশাপাশাপাশি অস্ট্রেলিয়া – নিউজিল্যান্ডের প্রথমে সারির বিভিন্ন ক্লাবে খেলেছেন।

Advertisements
   

একটা সময় অবধি আইএসএলের ক্লাব মুম্বই সিটি এফসি’তে তার খেলার বিষয়টি একপ্রকার নিশ্চিত ছিলো, এমনকি প্রিকন্ট্রাক্ট সই করেছিলেন তিনি। কিন্তু শেষ অবধি দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উইলিয়ামস, হয়তো আগামী মরশুমে ফের অস্ট্রেলিয়ার লিগে কোনও ক্লাবে খেলতে দেখা যেতে পারে তাকে।