আইএসএলে নজরকাড়া এই গোলকিপার’কে সই করাল ATK Mohun Bagan

সদ‍্য দুই বারের আইপিএল জয়ী চেন্নাইয়িন এফসি ছেড়েছিলেন ভারতীয় গোলকিপার বিশাল কাইথ। নতুন করে তার সাথে আর চুক্তি করেনি আইএসএলের এই ক্লাব। সূত্রের খবর অনুযায়ী…

goalkeeper is vishal Keith

সদ‍্য দুই বারের আইপিএল জয়ী চেন্নাইয়িন এফসি ছেড়েছিলেন ভারতীয় গোলকিপার বিশাল কাইথ। নতুন করে তার সাথে আর চুক্তি করেনি আইএসএলের এই ক্লাব। সূত্রের খবর অনুযায়ী তাকে তিন বছরের চুক্তিতে দলে নিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সবুজ মেরুন শিবিরের ত‍রফে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করার বিষয়টি এখন খালি সময়ের অপেক্ষা।

Advertisements

২০১৯-২০ মরশুমে হায়দ্রাবাদ এফসি থেকে চেন্নাইয়িনে যোগদান করেছিলেন বিশাল।এর আগের তিন বছর এফসি পুনে সিটি’তে ছিলেন তিনি।২০১৭-১৮ মরশুমে দলের আইএসএলের সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।‌সেই বার ১৭ টা ম‍্যাচের মধ্যে সাতটা’তে ক্লিনশিট ছিলো তার।

Advertisements