ফের আলোচনায় বসতে পারে ইস্টবেঙ্গল (East Bengal) এবং ইমামি। আগামী দুই একদিনের মধ্যে ফের আলোচনা হতে পারে দুই পক্ষের মধ্যে। সেই সঙ্গে চূড়ান্ত চুক্তির ব্যাপারেও পাওয়া যেতে পারে বড় খবর।
শোনা যাচ্ছে যে ইতিমধ্যে চুক্তির একটা খসড়া লাল হলুদ তাঁবুতে গিয়ে পৌঁছেছে। সেটা ক্লাব কর্তারা ভালো করে খুঁটিয়ে দেখে একটা সিদ্ধান্তে আসবেন। এরপর দুই পক্ষের মধ্যে আলোচনা বা কথাবার্তার মধ্য দিয়ে হতে পারে চুক্তি। বিশ্ব ফুটবলের একটা পেশাদার ক্লাবের সঙ্গে একটা কর্পোরেট কোম্পানির চূড়ান্ত হওয়ার যাত্রাপথ ফুটবল সমর্থকরা মোটামুটি জানেন। আলোচনার মধ্যে বেরিয়ে আসে সমাধানের পথ।
বিগত কয়েকটা মরশুমে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিজ্ঞতা মোটেও ভালো না। ক্লাব কর্তাদের কথা অনুযায়ী তাঁদের অভিজ্ঞতাও হয়তো খুব একটা ভালো ছিল না। তবু নতুন কোম্পানি মানে নতুন আশা। এই আশা নিরাশা নিয়ে আপাতত দিন গুজরান।
এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে তাতে হাতে গোনা কয়েক দিনের মধ্যেই সই পর্ব মিটতে পারে। সই হচ্ছে এই সম্ভাবনা ধরে নিয়েই অনেকে আগামী দিনের কথা ভাবছেন। দুই একদিনের মধ্যে ক্লাব এবং কোম্পানি মিটিং করতে পারেন। এরপরেই হতে পারে সই।