ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ব্যাপক সুদের ঘোষণা ব্যাঙ্কের

আপনার কী আইসিআইসিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? তাহলে আপনার জন্য রইল এই প্রতিবেদনটি। কারণ বেসরকারি খাতের জায়ান্ট আইসিআইসিআই ব্যাংক আবারও ফিক্সড ডিপোজিট রেট (এফডি রেট) বাড়ানোর…

ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ব্যাপক সুদের ঘোষণা ব্যাঙ্কের

আপনার কী আইসিআইসিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? তাহলে আপনার জন্য রইল এই প্রতিবেদনটি। কারণ বেসরকারি খাতের জায়ান্ট আইসিআইসিআই ব্যাংক আবারও ফিক্সড ডিপোজিট রেট (এফডি রেট) বাড়ানোর ঘোষণা করল।

আইসিআইসিআই ব্যাংক তার এফডি হার ৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা ২২ জুন ২০২২ সাল থেকে কার্যকর হয়েছে। ২ কোটি টাকার নীচে এফডিতে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, ৭ থেকে ১৪ দিনের এফডিতে এবার ২.৭৫ শতাংশ সুদ মিলবে। একই সঙ্গে ৯১ থেকে ১২০ দিনের এফডিতে ৩ দশমিক ৭৫ শতাংশ, ১৮৫ থেকে ২১০ দিনের এফডিতে ৪ দশমিক ৬৫ শতাংশ, ২৯০ দিন থেকে ১ বছরের কম সময়ের এফডিতে ৪ দশমিক ৬৫ শতাংশ সুদ দেবে ব্যাংক।

৩৯০ দিন থেকে ১৫ মাসের এফডিতে ৫.৩৫ শতাংশ, ১৮ মাস থেকে ২ বছরের এফডিতে ৫.৩৫ শতাংশ, ৩ বছর থেকে ৫ বছর মেয়াদের এফডিতে এখন ৫.৭ শতাংশ সুদ, ৫ বছর থেকে ১০ বছর মেয়াদের এফডিতে এখন থেকে ৫.৭৫ শতাংশ সুদ পাওয়া যাবে।

Advertisements

আইসিআইসিআই ব্যাংক ৫ বছরের ৮০সি-র অধীনে কর-মুক্ত এফডিতে সুদের হার বাড়িয়ে ৫.৭ শতাংশ করেছে। একই সঙ্গে প্রবীণ নাগরিকরা এই সমস্ত টার্ম এফডি-তে ০.৫০% বেশি সুদ পাবেন।