জিমে বসেই যোগ দিবসে পালন করলেন কোয়েল

আজ আন্তর্জাতিক যোগ দিবস। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে অভিনেতা-অভিনেত্রীদের যোগব্যায়ামের নানান ধরনের ছবি। আর সেখানে কোনও অংশে কম যায়নি রাজনৈতিক নেতারাও। তাদের ছবিও…

জিমে বসেই যোগ দিবসে পালন করলেন কোয়েল

আজ আন্তর্জাতিক যোগ দিবস। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে অভিনেতা-অভিনেত্রীদের যোগব্যায়ামের নানান ধরনের ছবি। আর সেখানে কোনও অংশে কম যায়নি রাজনৈতিক নেতারাও। তাদের ছবিও গোটা সোশাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে। এবার ইনস্টাগ্রামের যোগ ব্যায়ামের ভিডিও শেয়ার করলেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক (Koyel Mullick)।

Advertisements

যেখানে ভিডিওর মধ্যে দেখা গিয়েছে কোয়েল মল্লিক জিম কস্টিউম কালো রঙের পড়ে। জিম এর মধ্যেই যোগ ব্যায়াম করছেন তিনি। এই ভিডিওটি পোস্ট করার সঙ্গে একটি ক্যাপশন দিয়েছেন অভিনেত্রী। যেখানে লেখা রয়েছে, Stay Fit, Stay Healthy।

Advertisements
   

এছাড়াও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেতা অভিনেত্রীরা আজকের দিনটি বিশেষ ভাবে পালন করেছেন। এমনকি ফুটে উঠেছে করিনা কাপুরের কনিষ্ঠ সন্তান জেহর যোগ ব্যায়ামের ছবি। যা দেখে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে নেটিজেনরা।