ফের পর্দা ফাঁস করতে আসছেন করণ!

কফি খেতে খেতে কার পর্দা ফাঁস করবেন করণ! ফের ছোট পর্দায় আসছে কফি উইথ করণ। বলিউডের ৯০ শতাংশ তারকার গডফাদার করণ জোহর। রবিবার তিনি ‘কফি…

ফের পর্দা ফাঁস করতে আসছেন করণ!

কফি খেতে খেতে কার পর্দা ফাঁস করবেন করণ! ফের ছোট পর্দায় আসছে কফি উইথ করণ। বলিউডের ৯০ শতাংশ তারকার গডফাদার করণ জোহর। রবিবার তিনি ‘কফি উইথ করণ’-এর একটি টিজার সোশ্যাল মিডিয়াতে দিয়ে জানিয়েছেন ৭ জুলাই ২০২২ তিনি আসছেন।

এর আগে অনেকে এসেছেন কফি উইথ করনে। যেমন, রণবীর কাপুর, রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর খান, সইফ আলি খান, শাহরুখ খান সহ আরও অনেকে। কফি উইথ করণ-র সিজিন ৭ আরও ভাল হতে চলেছে বলেও জানিয়েছেন করণ। স্টার ওয়ার্ল্ড চ্যানেলের পরিবর্তে এই বছর শো হবে ডিজিটাল প্ল্যটফর্মে। ডিজনি হটস্টারে দেখানো হবে করণের শো। ইনস্টাগ্রামে শো-এর টিজার পোস্ট করেন করণ লিখেছেন, আন্দাজ করুন কে ফিরে আসছে? এবং এবার কিছু গরম পাইপিং ব্রু সহ!

এবার কার জীবনের পর্দা ফাঁস হবে সিজন ৭-এ সেটাই দেখার। চলচ্চিত্র নির্মাতা বলেছেন, কফি উইথ করণ সিজন ৭ ফিরে আসছে. এবার এটি আরও বড়, আরও ভাল এবং আরও সুন্দর হতে চলেছে। সাথে থাকুন।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Karan Johar (@karanjohar)