এবার এফসি গোয়ার সাথে জুড়লো স্প্যানিশ তারকা মার্ক ভ্যালিয়েন্টের (Marc Valiente) নাম। এবার আইপিএল খেলার সম্ভাবনা প্রবল বার্সেলোনার এই ইউথ প্রোডাক্টের। লা মাসিয়া অ্যাকাডেমির ছাত্র ভ্যালিয়েন্ট বার্সা’র ‘সি’, এবং ‘বি’ দলে খেলার পর মূল দলে সুযোগ পান।কিন্তু মূল দলে খেলার সুযোগ পাননি এই ডিফেন্ডার।
২০০৮ সালে স্পেনের প্রথম সারির ক্লাব সেভিয়ার হয়ে অভিষেক করেন তিনি।২০১০ সাল অবধি খেলেছিলেন সেই ক্লাবে।সংশ্লিষ্ট ক্লাবের হয়ে ৫৮ ম্যাচ খেলে গোল করেছিলেন ১টি। এরপর ২০১০-২০১৫ অবধি রিয়াল ভালদোলিদের হয়ে খেলেন তিনি।খেলেছেন স্পোর্টিং গিজনেও।
স্প্যানিশ লিগে দীর্ঘ বেশ কয়েক বছর সুনামের সাথে খেলা এই ডিফেন্ডার’কে দলে নিতে দীর্ঘ মেয়াদি চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এফসি গোয়ার থেকে।যদিও এখনো অবধি সংশ্লিষ্ট ফুটবলারের তরফে কোনও রকম সবুজ সংকেত পাওয়া যায়নি।তাই আপাতত অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই এফসি গোয়ার।